শাহরুখের ভঙ্গিতে স্বামী, জড়িয়ে স্ত্রী, পহেলগাঁও হামলায় নিহত লেফটেন্যান্টের শেষ ভিডিয়ো ভাইরাল
Husband hugging wife in Shah Rukh Khan's pose, last video of Lieutenant killed in Pahalgaon attack goes viral

Truth Of Bengal: পহেলগাঁও হামলায় নিহত ভারতীয় নৌবাহিনীর অফিসার বিনয় নরওয়ালের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, শাহরুখ খানের ভঙ্গিতে হাত দুটো ছড়িয়ে দাঁড়িয়ে আছেন বিনয় নরওয়াল, আর তাঁর স্ত্রী হিমাংশি তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন। এরপর দু’জনকে একটি রোমান্টিক গানের তালে নাচতে দেখা যায়।
This is really sad and heartbreaking ❤️🩹.Last video shared by Lt. Vinay Narwal before he was killed by terrorists.
Murdering an innocent tourists is unacceptable. #PahalgamTerroristAttack pic.twitter.com/DWyJ4QovPP— Xplore_Nagaland (@Nagaland_India) April 23, 2025
ভিডিয়ো-র সঙ্গে লেখা- এটা লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের শেষ ভিডিও। সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে। তার বয়স ছিল মাত্র ২৬, সদ্য বিবাহিত। তিনি দেশ সেবায় আত্মনিয়োগ করতে প্রস্তুত ছিলেন। পহেলগাঁও-এর সেই হত্যাকাণ্ডে তার প্রাণ চলে যায়। জীবন কখনও কখনও নির্মম হয়ে উঠতে পারে। উল্লেখ্য, বিনয় ও হিমাংশি ১৬ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁরা হানিমুন করতে কাশ্মীরে গিয়েছিলেন। মঙ্গলবার পহেলগাঁও-এ সন্ত্রাসীরা পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালায়। সেই হামলায় বিনয় নরওয়াল-সহ ২৮ জন নিহত হন।
বুধবার দুপুরে কাশ্মীর থেকে বিনয় নরওয়ালের মৃতদেহ দিল্লির IGI বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে তাঁর গ্রামের বাড়ি করনাল (হরিয়ানা) নিয়ে যাওয়া হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিনয়ের স্ত্রী হিমাংশি গুরগাঁওয়ের বাসিন্দা, বর্তমানে পিএইচডি করছেন। IGI বিমানবন্দরে স্বামীর প্রতি স্যালুট জানিয়ে তিনি বলেন, “তার আত্মা শান্তি পাক। আমাদের গর্ব হওয়া উচিত তাঁর ওপর, এবং আমরা তাঁকে সবভাবে গর্বিত করব।” জয় হিন্দ।
করনালে শেষকৃত্য
বিনয় নরওয়ালের মরদেহ করনালে পৌঁছানোর পর, প্রচুর মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন। কেউ কেউ পাকিস্তান মুর্দাবাদ স্লোগানও দেন। পরে, বিনয়ের স্ত্রী এবং কয়েকজন পরিবারের সদস্য তাঁর শেষ যাত্রায় সঙ্গ দেন। একটি ভিন্ন যানবাহনে তাঁর দেহ শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় করনালে তার শেষকৃত্য সম্পন্ন হয়। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং, পাঞ্জাবের অর্থমন্ত্রী এবং আপ নেতা হরপাল সিং চিমা উপস্থিত ছিলেন। নৌবাহিনীর জওয়ানরা তাঁকে গান স্যালুট দেন।
দায়িত্বের প্রতি ছিলেন নিবেদিত
বিনয় নরওয়ালের সহকর্মীরা তাঁকে একজন হাসিখুশি ও দায়িত্ববান অফিসার হিসেবে স্মরণ করেন। এক নৌবাহিনীর কর্মকর্তা বলেন, “লেফটেন্যান্ট নরওয়াল সবসময় প্রফুল্ল ছিলেন এবং তাঁর দায়িত্বের প্রতি ভীষণ আন্তরিক ছিলেন।” বিনয় নরওয়াল ২০২২ সালে নৌবাহিনীতে যোগ দেন এবং গত দেড় বছর ধরে কোচিতে দক্ষিণ নৌ কমান্ডে কর্মরত ছিলেন।