বিয়ের রাতে বিয়ে ভাঙলেন স্বামী! সঙ্গে প্রাক্তনের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল করলেন সোশ্যাল মিডিয়ায়

The Truth Of Bengal: বুধবার রাতে বিয়ের আগেই নতুন দম্পতির হয়ে বিয়ে ভাঙলেন স্বামী। মধ্যপ্রদেশের ভোপালে ঘটা এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই শুরু করেছেন তদন্ত। যেখানে অভিযোগ আসছে যে, ২৪ ফেব্রুয়ারি মহিলা তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে ভিডিও কলিং করার সময় বিবস্ত্র হয়ে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলেন এবং সেই সময়ই প্রাক্তন ঘনিষ্ঠ মুহূর্তের স্ক্রিন রেকর্ড করে নেন। এবং পরবর্তীকালে মহিলা যখন তার সেই প্রাক্তন প্রেমিক’কের সঙ্গে সম্পর্ক ভেঙে এক অন্য যুবকের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেন সেই সময়েই মহিলার প্রাক্তন, মহিলার হবু স্বামীর কাছে ২৪শে ফেব্রুয়ারির সেই রেকর্ড করা ভিডিও কলিং এর ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করেন। যেখান থেকেই এই ঘটনার সূত্রপাত।
মধ্যপ্রদেশের আইসবাগ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে জানিয়েছেন যে, ১৯ বছর বয়সী ওই মহিলার আগেই বিয়ে ঠিক হয়ে গিয়েছিল এবং তার সত্বেও মহিলা অন্য আরেক পুরুষের সঙ্গে সম্পর্কে যুক্ত ছিলেন। পরে যখন সেই যুবক মহিলার বিয়ের খবর পান, তখনই তিনি সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও মহিলার হবু স্বামীর সঙ্গে শেয়ার করেন।
ঘটনার মোড় নেয় তখনই যখন হবু স্বামী সেই ভিডিও তার নিজস্ব পরিবারের কাছে তুলে ধরেন। এবং যুবকের মা ও ভাই’কে দেখালে তারা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সাজেশন দেন। যুবক পরে সেই কথাই শোনেন। বিয়ের রাতে প্রাক্তনের থেকে পাওয়া সেই ভিডিও তিনি কার্যত সোশ্যাল মিডিয়ায় প্রচার করার জন্য পুলিশ তাঁদের বিরুদ্ধে সক্রিয় মামলা দায়ের করেছেন। এবং সূত্রের খবর বর্তমানে পুলিশ ওই ব্যক্তি সহ তার ভাই ও তার মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং মহিলার যিনি প্রাক্তন প্রেমিক অর্থাৎ যার দ্বারা মহিলার ভিডিওটি শেয়ার করা হয়েছে তার বিরুদ্ধেও পুলিশ সক্রিয় ধারায় মামলা দায়ের করেছেন।