গুজরাটে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা
Huge amount of cash and gold recovered from foreclosed flat in Gujarat

Truth Of Bengal: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে নগদ অর্থ ও সোনা। গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা ও ডায়রেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স-এর তরফ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। এটিএস ও ডিআরআই-এর আধিকারিকদের তরফ থেকে আমেদাবাদের পালদি এলাকাতে চলে তল্লাশি অভিযান।
জানা যায়, যে ফ্ল্যাটটি থেকে এগুলো উদ্ধার হয়েছে, সেই ফ্ল্যাটটি বন্ধ ছিল দীর্ঘদিন ধরে। সেই ফ্ল্যাটের ভিতর দরজা ভেঙে প্রবেশ করেন তারা। শুরু হয় তাদের তল্লাশি অভিযান। তল্লাশি চালিয়ে হতভম্ভ আধিকারিকরা। এটিএসের তরফে জানানো হয়, গোপন সূত্র থেকে তারা খবর পান যে, সেখানে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা মজুত রয়েছে।
তারপরই ওই ফ্ল্যাটে হানা দিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। তবে জানান যায়, ফ্যাল্টটি বন্ধ ছিল ভিতর থেকে। সেই বন্ধ দড়জা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি শুরু করলেই উদ্ধার হয় ৯৫ কেজি সোনার বিস্কুট ও ৯০ কোটি টাকা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই ফ্ল্যাটের মালিক ও তার বাবার নাম মেঘ ও মহেন্দ্র শাহের। তারা দুজনই পলাতক বলেও জানা যাচ্ছে। তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে জন্য যাচ্ছে, ফ্ল্যাটের ভেতর একটি বক্স থেকে উদ্ধার ৯০-১০০ টি সোনার বিস্কুট। উদ্ধার হয় একটি আলমারি থেকে বান্ডিল বান্ডিল টাকা।
জানা যায়, প্রায় ৯০ কোটি টাকা উদ্ধার হয়েছে সেখান থেকে এখনও পর্যন্ত। তবে সেই পরিমাণ পড়ে বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। পুলিশের অনুমান, অভিযুক্তরা বড় কোনো পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। পলাতক দুজনেরই খোঁজ ইতিমধ্যে শুরু করেছে পুলিশ।