দেশ

আর কতদিন চলবে ওলা, উবের, র‍্যাপিডো? জানিয়ে দিল কর্ণাটক হাইকোর্ট

How long will Ola, Uber and Rapido be able to operate? Karnataka High Court

Truth of Bengal: কর্ণাটক হাইকোর্ট মঙ্গলবার ওলা, উবের এবং র‍্যাপিডোর মতো অ্যাপভিত্তিক কোম্পানিগুলোর বাইক ট্যাক্সি পরিষেবা ১৫ জুন পর্যন্ত চালু রাখার অনুমতি দিয়েছে।

চার সপ্তাহ আগে আদালত নির্দেশ দিয়েছিল যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাইক ট্যাক্সি পরিষেবা বন্ধ রাখতে হবে।

পিটিআই সংস্থার তথ্য অনুযায়ী, বিচারপতি বি.এম. শ্যামপ্রসাদ এর একক বেঞ্চে ওলা, উবের ও র‍্যাপিডোর করা অন্তর্বর্তী আবেদন শুনানি হয়। তারা তাদের পরিষেবা চালু রাখার অনুমতি চেয়েছিল, এবং আদালত তাদের অনুরোধ মেনে নিয়েছে।

আগের নিষেধাজ্ঞার কারণ ছিল কর্ণাটকে বাইক ট্যাক্সির জন্য স্পষ্ট নিয়ম না থাকা। এখন আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে তিন মাসের মধ্যে বাইক ট্যাক্সির জন্য উপযুক্ত নীতিমালা তৈরি করতে হবে।

এদিকে, দিল্লি ও মহারাষ্ট্রের মতো অন্যান্য রাজ্য ইতিমধ্যেই নির্দিষ্ট নিয়মের মাধ্যমে ইলেকট্রিক বাইক ট্যাক্সির অনুমতি দিয়েছে। কর্ণাটকেও শিগগিরই এমন নিয়ম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles