দেশ

হরিদ্বারে হাড়হিম ঘটনা! একই বাড়ি থেকে উদ্ধার তিন জনের রক্তাক্ত দেহ

Horrific incident in Haridwar! Bloody bodies of three people recovered from the same house

Truth Of Bengal: উত্তরাখণ্ডের হরিদ্বারের রানিপুর এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি সামনে আসে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন রাজীব অরোরা, তাঁর স্ত্রী সুনীতা এবং শাশুড়ি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, রাজীব তাঁর স্ত্রী সুনীতাকে বেসবলের ব্যাট দিয়ে আঘাত করে হত্যা করেন। এরপর শাশুড়িকে গুলি করে হত্যা করেন এবং শেষে নিজেও আত্মহত্যা করেন। রাজীবের ঘর থেকে একটি বেসবলের ব্যাট এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার দিল্লি থেকে হরিদ্বারে ফেরেন রাজীব। পরদিন বিকেলে গুলি চলার শব্দ শুনতে পান ওই বাড়ির ভাড়াটেরা। সন্দেহ হওয়ায় তাঁরা প্রতিবেশীদের জানান এবং পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে তিন জনের দেহ উদ্ধার করে।

হরিদ্বারের পুলিশ সুপার পরমেন্দ্র দোভাল জানিয়েছেন, দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পারিবারিক বিবাদের বিষয়টি প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে, তবে অন্য কোনো কারণ জড়িত কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। রাজীব কেন এমন কাজ করলেন, তা বোঝার জন্য তাঁদের আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। পুলিশ দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত সত্য উদঘাটনের চেষ্টা করছে।

Related Articles