দেশ

উত্তরপ্রদেশের জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত বহু যাত্রী

Horrible road accident on the national highway of Uttar Pradesh, many passengers injured

Truth Of Bengal : ফের এক ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাস্তিতে জাতীয় সড়কের ক্যান্টনমেন্ট থানা সংলগ্ন এলাকায়। এই দুর্ঘটনায় ১২ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তরপ্রদেশের বাস্তিতে জাতীয় সড়কের ক্যান্টনমেন্ট থানা সংলগ্ন রাস্তায় অযোধ্যা ডিপোর সরকারি বাসটি দ্রুত গতিতে আসছিল। এরপর এটি ডাম্পারটিকে জোরে ধাক্কা দেয়। বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর ডাম্পারের পেছনের অংশ উড়ে যায়। বাসের সামনের অংশেরও অনেক ক্ষতি হয়েছে। এতে বাসের মধ্যে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে সবাইকে সিএইচসিতে নিয়ে যায়। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলেই খবর। গুরুতর আহত অবস্থায় সকলকে ইতিমধ্যে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। সরকারি বাসের চালকের গাফিলতির কারণে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, চালক ভুল পথে গাড়ি চালাচ্ছিলেন। তিনি অন্য গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিলেন।

Related Articles