দেশরাজ্যের খবর
Trending

হিট অ্যান্ড রান আইন আরও কঠোর কেন্দ্রের, দেশ-রাজ্য জুড়ে আন্দোলন ট্রাক চালকদের

Hit and run laws for tougher central, state-wide movement of truck drivers

The Truth Of Bengal: ন্যায় সংহিতায় হিট অ্যান্ড রান আইন কঠোর করেছে কেন্দ্র।চালকদের গাফিলতির জন্য মৃত্যু ঘটলে সর্বোচ্চ ৫বছরের কারাদণ্ড হতে পারে।করা হবে জরিমানা।যদি পুলিশ বা জেলাশাসককে না জানিয়ে চালক পালান তাহলে  ১০বছর পর্যন্ত কারাবাস হতে পারে এবং ৭লাখ পর্যন্ত জরিমানা হতে পারে।কেন্দ্রীয় নীতির প্রতিবাদে এবার রাজ্যে রাজ্যে শুরু হয়েছে ট্রাক চালকদের আন্দোলন।যার ফলে ব্যাহত হচ্ছে পণ্য-পরিবহণ।

দেশজুড়ে এই আইন লাগু করার কেন্দ্রীয় প্রয়াস দেখেই রুষ্ট ট্রাক চালকরা।তাঁরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছেন। ট্রাক চালকদের প্রশ্ন,গাড়ি চালাতে গিয়ে ভুল ভ্রান্তি হতেই পারে।অনিচ্ছাকৃত দুর্ঘটনাতেও যদি মোটা টাকা জরিমানা করা হয় তাহলে হাতে কী থাকবে।নামমাত্র আয়ের সবটাই যদি অহেতুক ব্যয় হয় তাহলে আর থাকবে কী ? কেন মানুষ এই ট্রাক বা বড় গাড়ি চালানোর কাজে যুক্ত হবেন ? তাঁদের মতে, যেটুকু উপার্জন হয়,তাতে বিশাল অঙ্কের  জরিমানা বা ৫বছরের বেশি কারাবাস হলে সংসারের কী হবে ? এই প্রশ্ন তুলে মহারাষ্ট্র,হিমাচলপ্রদেশ সহ নানা রাজ্যের মতোই আন্দোলনে নেমেছেন এই রাজ্যের ট্রাক চালকরাও।দেখে নেব ন্যায় সংহিতায় কী বলা আছে ?

  • ন্যায় সংহিতার ১০৪ নম্বর ধারাকে
  • বলা হচ্ছে হিট অ্যান্ড রান আইন
  • আইনে বলা আছে, চালকের গাফিলতিতে
  • দুর্ঘটনায়  মৃত্যু  হলে সর্বোচ্চ ৫বছরের কারাদণ্ড
  • দুর্ঘটনায় মৃত্যুর পর চালক পুলিশ বা জেলাশাসককে না জানালে  কারাবাসের সময়ও জরিমানা  আরও  বাড়বে
  • ১০বছর সংশোধনাগারে বন্দি থাকতে  হবে
  • জরিমানা দিতে হবে ৭ লক্ষ টাকা

এর আগে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এর ক ধারাটি ছিল হিট অ্যান্ড রান সংক্রান্ত। এই আইনে, একই অপরাধে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান ছিল। এখন শাস্তির পরিমাণ অনেকটা বাড়ানোর প্রতিবাদেই রাস্তায় নেমেছেন ট্রাক চালকরা।

কেন্দ্রীয় সরকারের কালা আইনের প্রতিবাদে ট্রাক ডাইভারদের পথ অবরোধ হয় বন্দর এলাকা জুড়ে।বিজেপি সরকারের আইনের সমালোচনায় তৃণমূল নেতৃত্ব।কেন্দ্র আইন সংশোধন না করলে এই আন্দোলন জোরদার করার কথাও জানিয়ে দিয়েছেন ট্রাক চালক সংগঠনগুলো।

Free Access

Related Articles