৪০০ আসনের টার্গেট পূরণে পুরনো স্লোগান, ঝাড়খণ্ডের সভায় ভোট চাইলেন হিমন্ত বিশ্বশর্মা
Himanta Biswa Sarma

The Truth of Bengal: ‘বাবরি সির্ফ ঝাকি হ্যায়… কাশী-মথুরা বাকি হ্যায়।’ চব্বিশের ভোটের প্রচারেও চলে এল বিজেপি তথা সংঘ পরিবারের পুরনো স্লোগান। ৪০০ আসনের টার্গেট পূরণে পুরনো স্লোগান মনে করালেন হিমন্ত। বিজেপিকে ৪০০ আসন দিলে বারাণসীর জ্ঞানবাপী ও মথুরার কৃষ্ণ জন্মভূমিতে মন্দির নির্মাণ করা হবে।” চব্বিশের ভোটের প্রচারে ঝাড়খণ্ডের এক সভায় এমনটাই বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
হিমন্তর সাফ কথা, “আমাদের কাজ এখনও বাকি। আজও কৃষ্ণ জন্মভূমিতে শাহী ইদগা রয়ে গিয়েছে। মোগল সম্রাট ঔরঙ্গজেব মন্দির ভেঙে সেটা তৈরি করেন। বারাণসীতেও মসজিদ তৈরি হয়েছিল। আমরা আবার ওখানে মন্দির বানাবো।” অসমের মুখ্যমন্ত্রী এর আগে একাধিক সভায় বলেছেন, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার বিজেপি সরকার গঠিত হলে ভারতে ফিরবে পাক অধিকৃত কাশ্মীর (POK)।
শুধু তাই নয়, মথুরায় বিতর্কিত কৃষ্ণ জন্মভূমি ও জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে সেখানে হবে বিশ্বনাথের মন্দির। এ সবই সম্ভব হবে বিজেপিকে ৪০০ আসনে জেতালে। বোকারোতেও এই একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন বিজেপির তারকা প্রচারক হিমান্ত। হিমন্তের মুখে শোনা যায়া ১৯৯২ এর সংঘ পরিবারের পুরনো স্লোগান ‘বাবরি সির্ফ ঝাকি হ্যায়… কাশী-মথুরা বাকি হ্যায়।’ হিন্দুত্ববাদীরা এখনও দৃঢ়প্রতিজ্ঞ কাশী-মথুরাতেও মন্দির বানাতে হবে। সেই আবেগকেই উসকে দেওয়ার চেষ্টা করলেন হিমন্ত।