
The Truth of Bengal: বরফের চাদরে ঢেকেছে হিমাচল। হিমাচলের একাধিক অঞ্চলে নতুন করে শুরু হয়েছে তুষারপাত। কমেছে পারদ। বরফের জেরে বন্ধ হয়েছে একাধিক রাস্তা। কিন্নুর থেকে বন্ধ বাস চলাচল। অটল টানেলের কাছেও ব্যহত হয়েছে যান চলাচল।
বরফের সাদা চাদরে ঢেকেছে হিমাচল প্রদেশ। হিমাচলের একাধিক প্রদেশে শুরু হয়েছে তীব্র তুষারপাত। যার জেরে একাধিক জায়গায় ব্যহত যান চলাচল। অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। একাধিক রাস্তায় পড়ে রয়েছে বরফের স্তূপ। যার ফলে এক রাস্তা থেকে আরেক রাস্তা যাওয়া দুষ্কর হয়ে উঠেছে স্থানীয় এবং পর্যটকদের।
এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৪ এপ্রিল পর্যন্ত হিমাচলের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ও তুষারপাতের জেরে লাহুল ও স্পিতি উপত্যকা সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে মানালি ও কাল্পার চারিদিক ঢেকে রয়েছে ৫ সেন্টিমিটারের মত মোটা বরফের স্তূপে। অটল টানেলের যাতায়াতের পথেও পরে রয়েছে বরফের স্তূপ যে কারণে যাতায়াত বন্ধও হয়েছে সেখানেও।
হিমাচলের রাজধানী শিমলাতেও একই অবস্থা। বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতে বিধ্বস্ত শিমলার একাধিক অংশ। বজ্র বিদ্যুৎ সহ ঝোড় হাওয়ায় প্রবাহিত হচ্ছে শিমলার একাধিক অঞ্চলে। আবহাওয়া দফতর জানিয়েছে শিমলার একাধিক অঞ্চলে আগামী কয়েক ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বৈতে পারে ঝোড় হাওয়া। হিমাচলের ১২ টি জেলার মধ্যে ৭ টি জেলায় দেওয়া হয়েছে সতর্ক বার্তা। কোথাও কোথাও কমলা সতর্কতাও জারি করা হয়েছে।