হিমাচলে ২ সপ্তাহের জন্য বন্ধ পুনর্নির্মাণের কাজ, পর্যটনে কড়া নিষেধাজ্ঞা ৬ জেলায়
himachal-govt-bans-hill-cutting-for-construction-for-two-weeks

The Truth of Bengal: হিমাচলপ্রদেশের পর্যটনস্থলগুলির নির্মাণকাজে নিষেধাজ্ঞা জারি করল সরকার। পাহাড় কেটে পুনর্নির্মানের বিষয়ে কড়া অবস্থান নিয়ে প্রশাসন। চলতি মরসুমে প্রবল প্রকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডসহ উত্তর ভারতের কয়েকটি রাজ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচলপ্রদেশ। লাগাতার হড়বানে, ধুয়ে মুছে গিয়েছে একাধিক জনপ্রিয় পর্যটনস্থলগুলি। এখনও বর্ষার রেশ কাটেনি, তাই আপাতত পুনর্নির্মানের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হিমাচল সরকার। সাফ জানানো হয়েছে, পাহাড় কেটে এখনই কোনও নির্মাণ কাজ করা যাবে না।
চলতি মরসুমে প্রকৃতির বিধ্বংসী রূপ দেখেছে হিমাচল প্রদেশ। প্রকৃতিক বিপর্যয়ে প্রাণ গিয়েছে অন্তত ৩৫০ জনের। পাহাড়ি এলাকায় এখনও জায়গায়তেই ধস নামছে। দফায় দফায় প্রবল বৃষ্টিতে হড়বান দেখা দিচ্ছে, এমনকি পুনর্নির্মাণের কাজ করতে গিয়ে প্রশাসনকে পদে পদে নাজেহাল হতে হচ্ছে। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের অ্যাপ মেঘদূতের মাধ্যমে যতক্ষণ না সঠিক আবহাওয়ার পূর্বাভাস মিলচে ততদিন পর্যন্ত, হিমাচলের বেশ কয়েকটি জেলায় পুনর্নির্মানের কাজ বন্ধ রাখতে হবে। যদিও, ধসের কবলে পড়া রাস্তা এবং যে বিল্ডিংগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলির মেরামতির কাজ চলবে। কিন্তু নতুন করে, কোনও আবাসন, হোটেল, বিল্ডিংয়ের কাজ করা যাবে না।
প্রশাসনিক সূত্রের খবর, শিমলা, মান্ডি, কুলু, কাংড়া, সোলান এবং চম্বা জেলার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী পর্যটনেও নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ব্লক স্তরে মেঘদূত অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পূর্ণ তথ্য পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, এই অ্যাপের মাধ্যমে, বৃষ্টির, ঝড় বা প্রকৃতিক দুর্যোগের সঙ্কেত ৫ দিন আগে থেকেই মেলে। এই অ্যাপের সঙ্গে কৃষকদেরও তথ্য সংযুক্তিকরণের কাজ চলছে। যাতে তাঁরাও আগাম প্রকৃতিক বিপর্যয় সংক্রান্ত খবরাখবর আগাম জানতে পারেন।