
The Truth of Bengal: প্রাণে বাঁচলেন মহারাষ্ট্রের শিবসেনার উদ্ধব শিবিরের নেত্রী সুষমা আন্ধারে। যে হেলিকপ্টারে চেপে ভোটের প্রচারে যাওয়ার কথা ছিল, তাঁর চোখের সামনেই সেটি ভেঙে পড়ে। জানা গিয়েছে, রায়গড়ে ভোটপ্রচারে যাওয়ার কথা ছিল ওই নেত্রীর। তাঁকে নিয়ে যাওয়ার জন্য নামছিল একটি হেলিকপ্টার। সময়ের আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন হেলিপ্যাডে।
হেলিকপ্টার ভেঙে পড়ার এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায় হেলিপ্যাডে নামার সময় আকাশের বেসামাল হয়ে পড়ে কপ্টারটি। ধুলো উড়িয়ে মাটিতে ভেঙে পড়ে। ব্লেডগুলি টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে। জখম হন ওই হেলিকপ্টারের পাইলট।
Watch: Helicopter crashes in Maharashtra’s Raigad while on way to pick Shiv Sena (UBT) leader#MaharashtraPolitics #ShivsenaUBT #helicopter #Crash #viralvideo #LondonMayorElections #NarendraModi #RahulGandhi pic.twitter.com/PxQlAl4Mz9
— Danish Yousuf (@idanishyousuf02) May 3, 2024
হেলিকপ্টারটি নামার সময় ভারসাম্য হারিয়ে ফেলে। আচমকা একদিকে কাত হয়ে মাটিতে আছড়ে পড়ে হেলিকপ্টারটি। জখম হয়েছেন হেলিকপ্টারের পাইলট। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হেলিকপ্টারে ওঠার আগে সেখানে দাঁড়িয়েছিলেন সুষমা আন্ধারে। চোখের সামনে এই দুর্ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে তিনি সড়ক পথে রওনা হন সভাস্থলের দিকে।