Heat Wave Effect: পারদ চড়ল ৫০ ডিগ্রিতে, হিটওয়েভের বলি বাঘিনী অম্বিকা
Heat Wave Effect: Tigress lost her life due to High Temperature and heat wave

The Truth Of Bengal, মৌ বসু: তীব্র তাপপ্রবাহে ত্রস্ত মরুরাজ্য রাজস্থান। শনিবারই রাজস্থানের পালোধির সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল গরমে নাজেহাল মরুরাজ্যের জনজীবন। মানুষের মতোই প্রাণান্তকর অবস্থা বনের ও চিড়িয়াখানার পশুপাখিদের। এরমধ্যে হিটওয়েভের বলি হয়েছে যোধপুরের মাচিয়া সাফারি পার্কের একমাত্র বাঘিনী অম্বিকা।
যোধপুরের মাচিয়া সাফারি পার্ক মরুরাজ্য রাজস্থানের অন্যতম জনপ্রিয় অভয়ারণ্য। বাঘ ছাড়াও এই জঙ্গলে ডেজার্ট ফক্স, জাঙ্গল ক্যাট, স্পাইনি টেইলড লিজার্ড, বেঁজি, মনিটর লিজার্ড বা গোসাপ, বাঘ, কচ্ছপ, কৃষ্ণসার হরিণ, কুমির, শজারু ও বিভিন্ন রকমের পাখি রয়েছে। ২০১৬ সালে কানপুর থেকে এই সাফারি পার্কে অম্বিকা নামে একটি বাঘিনী ও অ্যান্থনি নামে একটি বাঘকে আনা হয়। ১০ বছর বয়সি বাঘিনী অম্বিকা ছিল সাফারি পার্কের অন্যতম আকর্ষণ।
পার্কের রেঞ্জার বলরাম বিষ্ণোই জানান, বিকেলে খাওয়া দাওয়া করে বাঘিনী অম্বিকা। তারপর নিজের এনক্লোজারে বিশ্রাম নিতে চলে যায়। সন্ধ্যার সময় বনকর্মীরা অনেক ডাকাডাকি করে তাও ঘুম থেকে ওঠেনি বাঘিনী। এনক্লোজারের মধ্যে তার নিথর প্রাণহীন দেহ মেলে। পশু চিকিৎসকদের অনুমান, প্রবল গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বাঘিনী অম্বিকার।