হাড়হিম করা কাণ্ড উত্তরপ্রদেশে, পরিকল্পনা করে বাবাকে খুন ছেলের
Harihim crime in Uttar Pradesh, son planning to kill father

The Truth Of Bengal: আবারও যোগীরাজ্যে খুনের ঘটনা। পর্যাপ্ত টাকা দিতে না পারায় শেষমেশ বাবাকে খুন করার পরিকল্পনা করে ছেলে। তিন জন ভাড়া করা গুণ্ডা দিয়ে বাবাকে গুলি করে খুন করাই ছেলে। ঘটনায় ইতিমধ্যেই ওই তিন জন আততায়ী ও কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
ফের যোগী রাজ্যে খুনের ঘটনা। টাকা না দেওয়ায় বাবা কে পরিকল্পনা করে খুন করাল ছেলে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকায়। মৃত বাবার নাম মোহম্মদ নইম। জানা গেছে বাবাকে মারতে তিনজন গুণ্ডা ভাড়া করেছিল ছেলে। তারা তিনজনেই গুলি করে হত্যা করে ব্যবসায়ী মোহম্মদ নইমকে। ঘটনায় ইতিমধ্যেই পুলিশ ওই ৩ জন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে খুনের পিছনে মাস্টার মাইন্ড আসলে ওই ব্যবসায়ীর নিজের ছেলে।
বাবার কাছে টাকা চেয়েছিল ওই কিশোর। কিন্তু পর্যাপ্ত টাকা না দিতে পারায় বাবাকে খুনের ছক কষে ছেলে। ওই ৩ জন ভাড়া করা দুষ্কৃতির নাম পীযূষ পাল, শুভম সোনি এবং প্রিয়াংশু। বাবাকে গুলি করে মারলে এই তিন জন আততায়ীকে ৬ লক্ষ টাকা দেওয়ার প্রতুশ্রুতি দেয় মৃত বাবার ছেলে। কাজের আগেই আততায়ীদের ওই কিশোর অগ্রিম বুকিং করার জন্য দেড় লক্ষ টাকা দেয় । এর জন্য ছেলের কথা মতই ওই তিন আততায়ী বাইক করে এসে বাড়িতে থাকা ব্যবসায়ীকে গুলি করে খুন করে। এই ঘটনার পর পুলিশ তদন্ত করে জানতে পারে মৃত ওই ব্যবসায়ীর ছিল সোনার দোকান। এর আগেও বাবার দোকান থেকে মাঝে মধ্যেই টাকা চুরি করতো ছেলে। আপাতত ওই কিশোরকে জুভেনাইল সেন্টারে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। জুভেনাইল কোর্টে হবে তার বিচার এমনটায় জানিয়েছে পুলিশ।