দেশ

অ্যাপ ক্যাবে মহিলাকে হেনস্থা, ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

Harassment of woman in app cab, court orders compensation

Truth Of Bengal: বর্তমানে যৌন হেনস্তার অভিযোগ নতুন কিছু নয়। এবার তেমনই ঘটনার সাক্ষী হল কর্ণাটক। অ্যাপ ক্যাবের চালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন এক মহিলা। এই ঘটনায় ওই ক্যাব সংস্থাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা বললেন কর্ণাটক হাইকোর্ট। এর পাশাপাশি বলা হয়, মামলার খরচ বাবদ ৫০ হাজার টাকা দিতে।

বিচারপতি এও জানান অনলাইন ক্যাব সংস্থার অভ্যন্তরীণ অভিযোগ গ্রহণ কমিটিকে পকশো আইন ২০১৩ অনুযায়ী যথাযথ অনুসন্ধান চালিয়ে যেতে হবে। এবং সেই সংক্রান্ত রিপোর্ট ৯০ দিনের মধ্যে জমা দিতে হবে বলেও জানিয়েছেন বিচারপতি। জানা যাচ্ছে, ২০১৯ সাল, একটি অ্যাপ ক্যাবকে দেখতে পেয়েই গন্তব্যে পৌঁছনোর উদ্দেশ্যে তাতে উঠে পড়েন মহিলা। আর সেই সময়েই ঘটে মহিলাকে হেনস্থার ঘটনা।

এরপরে মহিলাটি ওই সংস্থার কাছে অভিযোগ জানিয়ে, আভ্যন্তরীণ তদন্তের আর্জি জানান। তাতে কাজ না হওয়ায় মহিলা তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ হন। পাশাপাশি সংস্থা যাতে পকশো আইন মেনে সেই বিষয়টি খতিয়ে দেখে তার জন্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন অভিযোগকারিণী ওই মহিলা। যৌন হেনস্তা সংক্রান্ত মামলাটি বিচারপতি এমজিএস কামালের একক বেঞ্চে উঠলেঅভিযোগকারীর আইনজীবী জানান, চালকওই কোম্পানির সাথে যুক্ত হওয়ায় বিষয়টি তাঁদেরই মনোযোগ সহকারে দেখা উচিত। এই পরিপ্রেক্ষিতে অ্যাপ ক্যাব সংস্থার আইনজীবি জানান, গাড়ি চালকদের সাথে সংস্থার সরাসরি কোনও যোগাযোগ নেই। তাই আইন মোতাবেক সংস্থাকে কোনও ভাবেই দায়ী করা যায় না বলে সবপক্ষের সওয়াল জবাবের পর এমনটাই বললেন আদালত।

Related Articles