চিঠিতেও জিএসটি! মধ্যবিত্তের টাকায় ভরছে রাজকোষ
GST in the letter! The treasury is filled with money from the middle class

The Truth Of Bengal : মধ্যবিত্তের বোঝা বাড়িয়ে ভরছে কেন্দ্রের রাজকোষ। এবার চিঠিতেও বসিয়ে দিল জিএসটি। গ্রাহক তো দূরের কথা কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা আগাম জানতে পারিনি ডাক কর্মীরা। যার ফলে সমস্যায় পড়তে হয়েছে তাদের। ছিলনা আগাম কোন সরকারি সার্কুলার। পহেলা নভেম্বর ডাকঘরে চিঠি ইস্যু করতে গিয়ে কর্মীরা জানতে পারেন ১৮ শতাংশ জিএসটি লাগু করা হয়েছে। অর্থাৎ রেজিস্টার চিঠি ও পার্সেল পাঠাতে গেলে গ্রাহকদের গুনতে হবে বাড়তি টাকা। একইসঙ্গে কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য।
ডাকঘর সূত্রে খবর, এতদিন কুড়িগ্রাম ওজনের রেজিস্টার চিঠি পাঠাতে খরচ হতো 22 টাকা ১৮% জিএসটি যুক্ত হওয়ায় তা গিয়ে দাঁড়িয়েছে ২৬ টাকায়। ২০ থেকে ৪০ গ্রাম ওজনের চিঠির ক্ষেত্রে যা বিগত দিনে ২৭ টাকা ছিল তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা। ৬০গ্রাম ওজনের রেজিস্টার চিঠির ক্ষেত্রে জি এস টি যুক্ত হয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ টাকা। ৫০০ গ্রাম ওজনের পার্সেল এর ক্ষেত্রে এতদিন ৩৮ টাকা ধার্য করা হতো ১৮ শতাংশ জিএসটি যুক্ত হয়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ টাকা।শুধু তা-ই নয়, বুক প্যাকেট, আনরেজিস্টার্ড পার্সেল, সার্ভিস মানি অর্ডার, পোস্ট বক্স, এমনকী রেজিস্টার্ড সংবাদপত্রের মতো ২৭টি পরিষেবায় কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ গ্রাহকরা। তাদের কথায় মধ্যবিত্তের টাকায় ভরছে কেন্দ্রের রাজকোষ।
ডাক বিভাগের কর্মীরা জানান আমজনতা কে অন্ধকারে রেখেই এই জিএসটি লাগু করা হয়েছে। আগাম জানানো হলে ডাক বিভাগের কর্মীদের সুবিধা হতো। হঠাৎ করে কেন অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তাতে কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। এমনিতেই পোস্ট অফিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন গ্রাহকদের একাংশ। প্রতিযোগিতার বাজারে গ্রাহকদের ডাকঘর মুখী করতে প্রয়োজন উন্নত পরিষেবা। সে জায়গায় ১৮% জিএসটি লাগু করে গ্রাহকদের ঘাড়ে আর্থিক বোঝা চাপাচ্ছে কেন্দ্র। যে সমস্ত চিঠি সরকারিভাবে পাঠানো বাধ্যতামূলক সেগুলি গ্রাহকরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠালেও। বাকি চিঠি যে অন্য বেসরকারি সংস্থার হাতে তুলে দেবে গ্রাহকরা, এমনই মত অনেকের। ওয়াকিবহুল মহলের মতে কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে আগামী দিনে ডাক ব্যবস্থাও বিএসএনএলের মত অবস্থায় পৌঁছবে।
FREE ACCESS