বরফে ঢাকা কাশ্মীরে আটকে বরের গাড়ি, ঘটনাস্থলে সিআরপিএফের ১৮০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা
Groom's car stuck in snow-covered Kashmir, soldiers of 180 battalion of CRPF on the spot

The Truth Of Bengal : বিগত কয়েকদিন ধরেই কাশ্মীরের একাধিক জায়গায় শুরু হয়েছে তুষারপাত। নেমেছে ধসও। যার জেরে জম্মু-কাশ্মীরের সমস্ত হাইওয়েতে বন্ধ যান চলাচল। কিন্তু তার মাঝেই বিয়ের করতে যাওয়ার উদ্দেশ্য নিয়েই মঙ্গলবার গাড়ি সাজিয়ে বেরিয়েছিলেন কাশ্মীরের এক যুবক। কিন্তু আচমকাই মাঝপথে আটকে যায় বরের গাড়ি। প্রবল তুষারপাতের কারণে গাড়ি এগোনোর পথ প্রায়ই বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থল ব্রেনপাত্রি নাগাবল গ্রাম। তাঁর সঙ্গে ছিল বরযাত্রীর বাসও। রাস্তায় জমে থাকা বরফের কারণে বন্ধ হয়ে যায় একের পর এক গাড়ি। এমন পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার চিন্তায় পাত্রের চোখেমুখে অস্থারতার ছাপ। সেই অসহায় পরিস্থিতিতেই ভারতীয় সেনার সাহায্য চাইলেন তিনি। অবশেষে সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সিআরপিএফ জওয়ানরা। তাঁকে উদ্ধার করে পৌঁছে দেন বিয়ের মণ্ডপে।
হাওয়া অফিস জানাচ্ছে, প্রবল এই তুষারপাতর পূর্বাভাস ছিলই। এক সেনা আধিকারিক জানান, খবর পাওয়া মাত্রই সিআরপিএফের ১৮০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা নেমে পড়েন উদ্ধারকার্যে। পৌঁছন ঘটনাস্থলে। রাস্তার বরফ সরিয়ে গাড়ি চলাচলের পথ বের করেন তারা। পাত্রকে ব্রেনপাত্রি নাগাবল গ্রাম থেকে উদ্ধার করে তাঁকে পৌঁছে দেন দক্ষিন কাশ্মীরের গুত্রু গ্রামে। এই চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়ে খুশি কাশ্মীরের ওই বাসিন্দা। সময় মতো তাঁকে বিয়ের মণ্ডপে পৌঁছে দেওয়ায় জওয়ানদের ধন্যবাদ জানান তিনি।
FREE ACCESS