মন্ত্রী-আমলাদের করের বোঝা বইবে না সরকার, মধ্যপ্রদেশ মন্ত্রিসভায় সিদ্ধান্ত
Government, Madhya Pradesh cabinet will not bear the tax burden of ministers and bureaucrats

The Truth of Bengal: মন্ত্রী-আমলাদের জন্য আর কর দেবে না সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে মধ্যপ্রদেশ সরকার। মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের মন্ত্রী ও আমলারা বেতন এবং ভাতার ওপর এবার থেকে নিজেরাই আয়কর দেবেন। ১৯৭২ সালের একটি নিয়মে মন্ত্রী ও আমলারা এতদিন নিজেদের আয়ের জন্য আয়কর দিতেন না। তাঁদের জন্য এই টাকা দিত সরকার। সেই আইন বাতিল করে দিল রাজ্য সরকার।
রাজ্যের নগর প্রশাসন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মোহন যাদব এই পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন, রাজ্য সরকার এই করগুলি প্রদান করার পরিবর্তে মন্ত্রীদের ভাতার ওপর তাঁদের নিজস্ব আয়কর প্রদান করা উচিত। মন্ত্রিসভা রাজ্যকে এই কর প্রদানের অনুমতি দেওয়ার বিধানটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, বিজেপি সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে কংগ্রেস। দলের রাজ্য সভাপতি জিতু পাটোয়ারি বলেছেন, সরকারকে বিমান, বাংলো সাজানো এবং বিলাসবহুল গাড়ি কেনার ওপর অযথা ব্যয় না করা উচিত।
অন্য বেশ কিছু রাজ্য অতীতে মন্ত্রীদের কর প্রদান থেকে অব্যাহতি দেওয়ার নিয়ম সংশোধন করেছে। ২০১৯ সালে উত্তরপ্রদেশ মন্ত্রিসভা আইন সংশোধন করে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের জন্য আয়কর প্রদান থেকে অব্যাহতি দেয়। হিমাচল প্রদেশের মন্ত্রিসভা ২০২২ সাল থেকে মন্ত্রী এবং বিধায়কদের জন্য আয়কর প্রদান করার সিদ্ধান্ত নেয়।
মধ্যপ্রদেশ মন্ত্রীদের (বেতন ও ভাতা) আইনের ধারা ৯-কে অনুসারে, কোনও মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সংসদীয় সচিবের প্রদেয় সমস্ত ভাতার জন্য কোনও আয়কর ধার্য করা হতো না। যে মন্ত্রীদের অবস্থা ভাল নয় তাঁদের আয়করের বোঝা বহন না করার জন্য আইনটি প্রণয়ন করা হয়েছিল। সেই আইনের সুবিধা পাচ্ছিলেন সবাই। এবার তা বন্ধ হয়ে গেল।