দেশ
Trending

সাহারা বিনিয়োগকারীদের জন্য সুখবর, টাকা ফেরৎ পেতে পারেন বিনিয়োগকারীরা

Good news for Sahara investors, investors can get money back

The Truth Of Bengal: সাহারা বিনিয়োগকারীদের জন্য সুখবর। লোকসভা ভোটেই আগেই বিনিয়োগকারীরা টাকা ফেরৎ পেতে পারেন। তবে বর্তমানে ক্ষুদ্র বিনিয়োগকারীরাই এই অর্থ ফেরত পাবেন বলে খবর। কেন্দ্রর তরফে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানান হয়েছে।

সাহারা বিনিয়োগকারীদের জন্য বড় খবর। তবে সব বিনিয়োগকারীই তাদের টাকা ফেরত পাবেন না। ক্ষুদ্র বিনিয়োগকারীরাই লোকসভা ভোটের আগে টাকা ফেরত পেতে পারেন বলে । সাহারা গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায়ের মৃত্যু হয় ১৪ নভেম্বর। এর পরেই সাহারাতে বিনিয়োগের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছিলেন অনেকে। বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল।

আশঙ্কায় ছিলেন অনেকেই, তাঁদের জমানো টাকার রিফান্ড কী করে হবে ? কিন্তু সরকার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিল। এখন নয়া প্রশ্ন হল কতদিন পর ফেরত হবে সেই টাকা? কেন্দ্রের দাবি, পোর্টালে আবেদন ও তার যাচাইয়ের পর দেড় মাসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। ‘রিফান্ড পোর্টালের’ আওতায় শুধুমাত্র প্রকৃত আমানতকারীদের বৈধ অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Free Access