দেশ

অগ্নিবীরদের জন্য সুখবর! আধাসেনায় ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা কেন্দ্রের

Good news for fire fighters! Center's announcement of 10 percent reservation in paramilitary forces

The Truth Of Bengal :  অগ্নিবীরদের জন্য এবার সুখবর। এবার থেকে সমস্ত রকম আধা সেনার নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণ পাবেন প্রাক্তন অগ্নিবীররা। বিশেষজ্ঞ মহলের অনুমান, লোকসভার ধাক্কা থেকেই হয়তো এই শিক্ষা পেয়েছে কেন্দ্র সরকার।

এবার থেকে প্রাক্তন অগ্নিবীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং বয়সের ঊর্ধ্বসীমাতেও দেওয়া হবে ছাড়। বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ, এসএসবি এবং সিআরপিএফের শীর্ষ কর্তারা বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন।

সিএপিএফ এর সমস্ত বিভাগের ডিজিরা জানিয়েছেন, এবার থেকে আধা সেনাবাহিনীতে ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে শুধুমাত্র প্রাক্তন অগ্নিবীদের জন্য। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনায় যোগ দেওয়ার যোগান দে সমস্তরকম নিয়োগের ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

যারা প্রথম ব্যাচের অগ্নিবীর থাকবেন তাদের জন্য ৫ বছরের উর্ধ্বসীমা ছাড় দেওয়া হবে। তবে পরবর্তী ব্যাচগুলির জন্য এই ছাড়ের ঊর্ধ্বসীমা হবে ৩ বছর। তবে তাদের শারীরিক সক্ষমতার জন্য আলাদা করে কোন পরীক্ষা দিতে হবে না।

প্রসঙ্গত, সেনাবাহিনীর লোকবল বহাল রেখে শুধুমাত্র আধুনিকীকরণের স্বার্থে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। এই প্রকল্পের মাধ্যমে ৪ বছরের জন্য সেনায় অস্থায়ীভাবে কর্মী নিয়োগ করা হচ্ছে। তাদের পোশাকি নাম হল ‘অগ্নিবীর’। সেই সময় কেন্দ্র ঘোষণা করেছিল চার বছরের মেয়াদ শেষ হয়ে গেলে অগ্নিবীরকে ১০ শতাংশ স্থায়ী কমিশন দেওয়া হবে। তবে বাকি ৯০ শতাংশ অগ্নিবীদের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত পর্যায়ে। তবে এবার কেন্দ্রীয় নয়া ঘোষণায় আরো বেশ কিছু অগ্নিবীরের ভবিষ্যৎ সুরক্ষিত হল।

Related Articles