অগ্নিবীরদের জন্য সুখবর! আধাসেনায় ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা কেন্দ্রের
Good news for fire fighters! Center's announcement of 10 percent reservation in paramilitary forces

The Truth Of Bengal : অগ্নিবীরদের জন্য এবার সুখবর। এবার থেকে সমস্ত রকম আধা সেনার নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণ পাবেন প্রাক্তন অগ্নিবীররা। বিশেষজ্ঞ মহলের অনুমান, লোকসভার ধাক্কা থেকেই হয়তো এই শিক্ষা পেয়েছে কেন্দ্র সরকার।
As per decision taken by MHA, CISF is geared up to induct ex-Agniveers into the force. DG @CISFHQrs says, they will get 10% reservation in posts of Constable & relaxation in age and Physical Efficiency Test.@HMOIndia @PIB_India @DDNewslive @airnewsalerts pic.twitter.com/DqF3cjQRhd
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) July 24, 2024
এবার থেকে প্রাক্তন অগ্নিবীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং বয়সের ঊর্ধ্বসীমাতেও দেওয়া হবে ছাড়। বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ, এসএসবি এবং সিআরপিএফের শীর্ষ কর্তারা বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন।
RPF is all geared up to welcome ex-Agniveers into the force with age relaxation and exemption from PET. DG @RPF_INDIA says, this decision will go a long way in strengthening the security forces.@HMOIndia @PIB_India @DDNewslive @airnewsalerts pic.twitter.com/3jBm8WhUnc
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) July 24, 2024
সিএপিএফ এর সমস্ত বিভাগের ডিজিরা জানিয়েছেন, এবার থেকে আধা সেনাবাহিনীতে ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে শুধুমাত্র প্রাক্তন অগ্নিবীদের জন্য। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনায় যোগ দেওয়ার যোগান দে সমস্তরকম নিয়োগের ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
BSF finds ex-Agniveers suitable for the force after 4 yrs of experience. DG @BSF_India says, they will get 10% reservation & age relaxation. Decision under leadership of PM Shri @narendramodi & guidance of HM Shri @AmitShah will strengthen the forces.@HMOIndia @PIB_India pic.twitter.com/zMSqNvtfn3
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) July 24, 2024
যারা প্রথম ব্যাচের অগ্নিবীর থাকবেন তাদের জন্য ৫ বছরের উর্ধ্বসীমা ছাড় দেওয়া হবে। তবে পরবর্তী ব্যাচগুলির জন্য এই ছাড়ের ঊর্ধ্বসীমা হবে ৩ বছর। তবে তাদের শারীরিক সক্ষমতার জন্য আলাদা করে কোন পরীক্ষা দিতে হবে না।
SSB has amended its RRs for inducting ex-Agniveers into the force by relaxing age limit and PET. DG @SSB_INDIA says decision will give livelihood to lakhs of ex-Agniveers along with availability of trained manpower for the forces. @HMOIndia @PIB_India @DDNewslive @airnewsalerts pic.twitter.com/6Dw0Gli57b
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) July 24, 2024
প্রসঙ্গত, সেনাবাহিনীর লোকবল বহাল রেখে শুধুমাত্র আধুনিকীকরণের স্বার্থে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। এই প্রকল্পের মাধ্যমে ৪ বছরের জন্য সেনায় অস্থায়ীভাবে কর্মী নিয়োগ করা হচ্ছে। তাদের পোশাকি নাম হল ‘অগ্নিবীর’। সেই সময় কেন্দ্র ঘোষণা করেছিল চার বছরের মেয়াদ শেষ হয়ে গেলে অগ্নিবীরকে ১০ শতাংশ স্থায়ী কমিশন দেওয়া হবে। তবে বাকি ৯০ শতাংশ অগ্নিবীদের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত পর্যায়ে। তবে এবার কেন্দ্রীয় নয়া ঘোষণায় আরো বেশ কিছু অগ্নিবীরের ভবিষ্যৎ সুরক্ষিত হল।
In line with a historic decision taken by PM Shri @narendramodi & under guidance of HM Shri @AmitShah, CRPF will provide 10% reservation & age relaxation to ex-Agniveers. DG @crpfindia says, this will ensure trained manpower for the forces.@HMOIndia @PIB_India @DDNewslive pic.twitter.com/ZumnOal8d6
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) July 24, 2024