৭৮ লক্ষ টাকার সোনা চুরি কালীমন্দিরে, গ্রেফতার অভিযুক্ত
Gold worth Rs 78 lakh stolen from Kali temple

Truth of Bengal: দুঃসাহসিক চু্রি গুজরাটের কালী মন্দিরে। মোট ৭৮ লক্ষ টাকা সোনার হার চুরিহওয়ার খবর চাঞ্চল্য। পঞ্চমহল জেলার পাভাগড় পাহাড়ের উপর অবস্থিত মন্দিরে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই চুরির ঘটনা ঘটে ২৮ অক্টোবর।
প্রাথমিক তদন্তে নেমে পুলিশ আশেপাশের ১৫০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেই ফুটেজেই এক ব্যাক্তির বাইক নমিয়ে মন্দিরের সামনে ঘোরাঘুরি করার ছবি প্রকাশ্যে আসে। তারপরই ওই ব্যাক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তি বিদুরভাই বাসব, সুরাটের উমরপাড়ার বাসিন্দা।
নিজের বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ছয়টি সোনার হার। যার বাজারদর ৭৮ লক্ষেরও বেশি। পুলিশকর্তা সূত্রে খবর, অভিযুক্ত নিজের বাইকেই ওই পাহাড়ের উপরে অবস্থিত কালীমন্দিরে যান। মন্দিরে এই চুরির ঘটনায় ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য। এই চুরির কারণেই পরবর্তীতে নিরাপত্তা ব্যাবস্থা আরও বাড়ানোর কথা ভাবা হচ্ছে।