‘কুর্গ’-এর নৈসর্গিক পরিবেশে হারিয়ে যান প্রকৃতির কোলে
Get lost in the natural environment of 'Coorg'

The Truth Of Bengal: প্রাকৃতিক সৌন্দর্য যেমন আছে, তেমনই সুন্দর স্থাপত্য এবং ঐতিহ্য দক্ষিণের রাজ্য কর্ণাটকের গুরুত্ব বাড়িয়েছে। দেশের জনপ্রিয় পর্যটন-গন্তব্য হিসেবে রাজ্যটি পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের। প্রাচীন কাল থেকে দক্ষিণ ভারতীয় সাম্রাজ্যের কেন্দ্রস্থলে রাজ্যটি ঐতিহাসিক গুরুত্বেও এগিয়ে আছে। পর্যটন সম্পদে রীতিমতো সমৃদ্ধ কর্নাটক। ইতিহাস, স্থাপত্য, জঙ্গল, সমুদ্র, পাহাড়— কী নেই এই রাজ্যে। সেই জন্য বোধহয় এই রাজ্যের পর্যটনের স্লোগান ‘এক রাজ্য, অনেক বিশ্ব’।
কর্ণাটকে অনেক দেখার জিনিস থাকলেও বাঙালি বেঙ্গালুরু-মাইসুর কেন্দ্রিক ঘোরাঘুরি করে চলে আসে। অথচ এই রাজ্যে আরও অনেক দেখার জায়গা আছে। আজ আপনাদের নিয়ে যাব কুর্গ। কর্ণাটকের অন্যতম মনোরম হিল স্টেশন। কর্ণাটকের এই শীর্ষ পর্যটন স্থানটি চারপাশে সবুজ পাহাড়ের অত্যাশ্চর্য দৃশ্য দেখার মতো। বর্ষাকালে কুর্গ ঘন গাছপালায় মুড়ে যায়। তখন নৈসর্গিক পরিবেশ হয়ে ওঠে জায়গাটি। কুর্গ-এ অনেকগুলি স্রোত এবং জলপ্রপাত রয়েছে। কুর্গকে ভারতের স্কটল্যান্ড বলা হয়। এখানে প্রচুর কফি বাগান রয়েছে। সব মিলিয়ে দক্ষিণের রাজ্য কর্ণাটকের কুর্গ পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।
শুধু দেশের নয়, প্রতিবছর বিদেশের বহু পর্যটক এখানে আসেন মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। এখানে বেশকিছু বিলাসবহুল হোটেল আছে। সাধ্য থাকলে সেখানে থাকতে পারেন। আছে অনেকগুলি হোম-স্টে। কম খরচে সেখানেও থাকতে পারেন আপনি। কুর্গ দেখার সঙ্গে সঙ্গে একেবারে কাছের মাদিকেরি ফোর্ট, ওমকারেশ্বরা মন্দির, অ্যাবে জলপ্রপাত প্রভৃতি দেখতে পারেন। কর্ণাটক ঘুরতে গেলে অবশ্যই তালিকায় রাখুন কুর্গ। কয়েকদিন প্রকৃতির কোলে নিজেকে মিলিয়ে দিলে খারাপ লাগবে না।
FREE ACCESS