দেশ

তামিলনাড়ুতে হাতির হানা, মৃত্যু জার্মান পর্যটকের

German tourist killed in elephant attack in Tamil Nadu

Truth Of Bengal: চেন্নাই: সংরক্ষিত বনাঞ্চলে বন্য হাতির আক্রমণে এক জার্মান পর্যটকের মৃত্যু হয়েছে। ৭৭ বছর বয়সি ওই পর্যটক মঙ্গলবার সন্ধ্যায় ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের টাইগার ভ্যালিতে ভাড়া করা স্কুটার চালাচ্ছিলেন। এ সময় উন্মত্ত একটি হাতি পাহাড়ি বনপথে তাঁকে আক্রমণ করে ও ছুড়ে ফেলে দেয়। স্থানীয় পুলিশ কর্তা উমা বলেন, ‘অন্য ভ্রমণকারীরা নিরাপদ দূরত্বে থেমে হাতিটিকে দেখতে পেয়ে তাঁকে সতর্ক করেছিলেন। কিন্তু তিনি তা বুঝতে না পেরে এগিয়ে যান। এরপর হাতিটি তাঁকে আক্রমণ করে এবং হাসপাতালে নেওয়ার পথে ওই পর্যটকের মৃত্যু হয়।’

স্থানীয় প্রচারমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভ্রমণকারীরা হাতির উপস্থিতি লক্ষ্য করে অপেক্ষা করছিলেন এবং তাঁকে সতর্ক করেছিলেন। কিন্তু তিনি তা উপেক্ষা করে এগিয়ে যান ও উচ্চ শব্দে হর্ন বাজিয়ে হাতিটিকে সরানোর চেষ্টা করেন। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা বন কর্মকর্তা জি বেংকটেশের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘সতর্কবার্তা উপেক্ষা করে হাতির সামনে দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করায় এই দুর্ঘটনা ঘটে।’

এদিকে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, ভারতে প্রায় ৩০ হাজার এশীয় বন্য হাতি রয়েছে। মানুষের বনাঞ্চলে প্রবেশের কারণে ভারতে প্রায়ই হাতি মানুষের ওপর আক্রমণ চালায় এবং মানুষও পাল্টা আক্রমণ করে থাকে।

Related Articles