দেশ
Trending

আয়ুষ্মান ভারত প্রকল্পে ৭০ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে চিকিৎসা, সংসদে বললেন রাষ্ট্রপতি

Free treatment for people above 70 years under Ayushman Bharat scheme, President told Parliament

The Truth Of Bengal: আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ৭০ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সংসদে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে দেওয়া বক্তব্যে এই কথা বলেছেন রাষ্ট্রপতি। তিনি বলেছেন, ‘আমার সরকার আরও একটি সিদ্ধান্ত নিতে চলেছে যে, ৭০ বছরের বেশি বয়সী সমস্ত বয়স্করা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিত্সার সুবিধা পাবেন’। আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বিমা প্রকল্প। যা সেকেন্ডারি এবং টারশিয়ারি কেয়ার হাসপাতালে ভর্তির জন্য প্রতি পরিবার প্রতি ৫ লক্ষ পর্যন্ত কভারেজ প্রদান করে।

স্বীকৃত সামাজিক স্বাস্থ্য কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবেন। সরকার গুরুত্ব দিচ্ছে, রুটিন ভ্যাকসিনেশন ডিজিটাইজ করার জন্য মন্ত্রক U-WIN পোর্টালের প্যান-ইন্ডিয়া রোলআউট নিয়েও চিন্তা করছে। অন্যান্য এজেন্ডাগুলির মধ্যে রয়েছে ন্যাশনাল হেলথ ক্লেইমস এক্সচেঞ্জ চালু করা, AIIMS এবং জাতীয় গুরুত্বের অন্যান্য ইনস্টিটিউটগুলি থেকে দুর্গম ভূখণ্ডে চিকিৎসার প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার জন্য ড্রোন পরিষেবা ব্যবহার করা এবং প্রাক্তন সেনাদের নগদহীন চিকিত্সা পরিষেবা প্রদান করা।

যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মোদি সরকারের ভূয়সী করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘১০ বছর আগে দেশের অর্থনীতি বিশ্বের মধ্যে ১১তম স্থানে ছিল। বর্তমানে ভারত উঠে এসেছে পঞ্চম স্থানে।  কোভিড অতিমারি চললেও দেশের আর্থিক বৃদ্ধিকে আটকে রাখা যায়নি। সরকারের ‘রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম’ নীতির কারণেই তা সম্ভব হয়েছে। আমার সরকার আগামী দিনে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে গড়ে তুলবে।‘

রাষ্ট্রপতির কথায় আরও অনেক বিষয় উঠে আসে। তিনি বলেন, ‘প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তোলার জন্য গত ১০ বছরে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে সরকার।  ১৮তম লোকসভার অধিবেশনে প্রথম ভাষণে মোদি সরকারকে ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি।

Related Articles