বাড়ছে জালিয়াতি, ফাঁস হচ্ছে আধার-প্যানের তথ্য, একাধিক ওয়েবসাইট বন্ধ করল কেন্দ্র
Fraud is increasing, Aadhaar-PAN information is being leaked, Center has closed several websites

Truth Of Bengal: Saif Khan: অনলাইন জালিয়াতি বাড়ছে দিন দিন। প্রতারণার শিকার হয়ে অনেক সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। আপনার আধার ও প্যান কার্ডের তথ্যও নিরাপদ নয়! অর্থনৈতিক প্রতারণার পাশাপাশি, ব্যক্তিগত তথ্য চুরি করে অপরাধীরা বড় ধরনের অপরাধ ঘটাতে পারে। অনেক ওয়েবসাইট অনুমতি ছাড়াই এই তথ্য সংগ্রহ করে আসছিল, যার ফলে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হচ্ছিল। নাগরিকদের সুরক্ষা বিবেচনা করে কেন্দ্র কড়া পদক্ষেপ নিয়েছে এবং অনেক ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।
সম্প্রতি, বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক বা মেইটি (MeitY) লক্ষ্য করেছে যে, কিছু ওয়েবসাইট ভারতীয়দের আধার ও প্যান কার্ডের ব্যক্তিগত তথ্য ফাঁস করছে। ইউআইডিএআই পুলিশে অভিযোগ জানিয়েছে যে, এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলি আধার ও প্যান কার্ডের তথ্য প্রকাশ করছে, যা আধার অ্যাক্ট ২০১৬ লঙ্ঘন করে। এই তথ্য প্রকাশ্যে আসা নিয়ে উদ্বেগ ও চিন্তার বিষয় হওয়ায়, কেন্দ্র দ্রুত পদক্ষেপ নিয়েছে।
বৃহস্পতিবার, কেন্দ্র বিবৃতি দিয়ে জানিয়েছে যে, অনেক ওয়েবসাইট ব্লক করা হয়েছে কারণ সেগুলি থেকে ভারতীয়দের গোপন তথ্য ফাঁস হচ্ছিল। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম এই পদক্ষেপ নিয়েছে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তদন্ত চলছে। সাইট অপারেটরদের আইটি পরিকাঠামো উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কারো ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকে, তাহলে তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর অধীনে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। তবে কোন ওয়েবসাইট বন্ধ করা হয়েছে, সে সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।