অবশেষে জামিন পেলেন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, ২ বছর পর জেলমুক্তি
Former Delhi Health Minister Satyendra Jain finally got bail, after 2 years in jail

Truth Of Bengal : দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন অবশেষে জামিন পেয়েছেন। আর্থিক দুর্নীতির অভিযোগে দুই বছর জেলবন্দির পর একটি স্থানীয় আদালত তার জামিন মঞ্জুর করেছে। ২০২২ সালে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দ্বারা গ্রেপ্তার হওয়া জৈনের বিরুদ্ধে অভিযোগ ছিল, মন্ত্রী পদে থাকাকালীন তিনি বেআইনি টাকায় জমি কিনেছেন এবং নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। তিহাড় জেলে বন্দি থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং গত বছর মে মাসে জ্ঞান হারিয়ে জেলের শৌচালয়ে পড়ে যান।
জৈনের আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন জানান তার অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিনের জন্য, যা শীর্ষ আদালত মঞ্জুর করে। কিন্তু চলতি বছরের মার্চে নিয়মিত জামিনের আবেদনের শুনানি হলে তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। অবশেষে, বিশেষ বিচারক বিশাল গোগনের নেতৃত্বে আদালত বলেন, “বিচারে বিলম্ব এবং ১৮ মাসের বন্দিত্বের বিষয়টি বিবেচনা করে অভিযুক্তকে জামিন দেওয়া যেতে পারে।”
এটি দিল্লির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ গত মাসেই জামিন পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এবং তার আগে মণীশ সিসোদিয়া জামিন পান। আম আদমি পার্টির (আপ) নেতারা দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার একটি ‘চক্রান্ত’ করে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, যদিও কেন্দ্র সব অভিযোগ অস্বীকার করেছে। সত্যেন্দ্র জৈনের মুক্তি দিল্লির রাজনৈতিক আবহাওয়ায় নতুন রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে।