কেরলের মাঠে খেলা শুরুর আগেই বাজি বিস্ফোরণ, জখম ৪০ দর্শক
Fireworks explode before the start of the match at the Kerala ground, injuring 40 spectators

Truth Of Bengal: ফুটবল টুর্নামেন্টের জন্য নিয়ে আসা হয়েছিল প্রচুর পরিমাণে বাজি। উদ্দেশ্য একটাই, ম্যাচ শুরুর আগে সেই সমস্ত বাজি ফাটানো হবে। আর সেই মতোই ম্যাচ শুরুর সময় ফাটানো হয় সেই বাজি। কিন্ত তাতেই হয়ে যায় বিপত্তি। বাজি ফাটার সঙ্গে সঙ্গেই দুর্ঘটনার কবলে পড়েন প্রচুর দর্শক। প্রায় ৩০ জন জখম হওয়ার খবর মিলেছে। কেরলের মাল্লাপুরমের ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবারই এই খবর জানায় পুলিশ।
সুত্রের খবর, মাল্লাপুরোমের একটি মাঠে খেলতে নেমেছিল দু’টি ফুটবল টিম ইউনাইটেড এফসি নিল্লিকুঠ ও কেএমজি মাভুর। তবে খেলা শুরু হতে না হতেই ঘটে যায় দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, ফুটবল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগেই টুর্নামেন্টের উদ্বোধন করার সময় ফাটানো হয়েছিল বাজি। তখনই ঘটে যায় বিপত্তি। একের পর এক বাজি ফেটে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। পদপিষ্ট হওয়ার মতো ঘটনাও ঘটেছে। তাতে জখম হন বেশ কয়েকজন। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
যে ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাঁদের প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এক পুলিশ আধিকারিক জানান, ফুটবল মাঠে বাজি ফেটে এই বিপত্তি ঘটে। জানা যায়, বাজি ফাটার সময় তা ছিটকে পড়ে দর্শকদের বসার জায়গায়। তাতেই বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে গুরুতর ভাবে কেউই আহত হননি বলে জানা যায়।