
The Truth of Bengal: ফের যোগী রাজ্যে দুর্ঘটনা। তবে এবার দুর্ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের লখনউ এর হাসপাতালে। সরকারি হাসপাতালে দাউ দাউ করে জ্বলছে আগুন। হাসপাতালে অগ্নিকাণ্ডের কবলে পরে মৃত্যু হয়েছে এক মহিলা এবং এক শিশুর। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। হাসপাতালের অপারেশন থিয়েটার গুলি কালো ধোঁয়ায় ভরে যায়। সেখানেই আগুন লেগে মৃত্যু হয়েছে অস্ত্রোপচার করতে আসা এক মহিলার এবং হার্টের অপারেশন করতে আসা এক শিশুর।
আগুন লাগার খবর ছড়িয়ে পরতেই হাসপাতাল কতৃপক্ষ দ্রুত খবর দেয় দমকল বাহিনীতে। দ্রুত দুর্ঘটনা স্থলে ছুটে আসে একাধিক দমকল ইঞ্জিন। তবে ততক্ষণে আগুনের কারণে ২ জনের মৃত্যু হয়ে গিয়েছে। অপারেশন থিয়েটারের কাছাকাছি থাকা সমস্ত রুগীদের সরানোর ব্যবস্থা করে হাসপাতাল কতৃপক্ষ। যদিও শেষপর্যন্ত দমকল বাহিনীর প্রাণ পন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে এই আগুন লাগলো সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কি কারণে আগুন লাগার ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়দের দাবি হাসপাতাল কতৃপক্ষের গাফিলতির জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। হাসপাতাল চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে খোদ যোগী সরকারও। উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রিজেস পাঠক ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি আশ্বাস দিয়ে বলেন দোষীরা তাদের শাস্তি অবশ্যই পাবে।