
The Truth of Bengal: অযোধ্যায় রামমন্দির পরিদর্শন করলেন ফিজির উপ প্রধানমন্ত্রী বিমান প্রসাদ। বিমান প্রসাদই প্রথম বিদেশি নেতা যিনি রামমন্দির পরিদর্শন করলেন। গত ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাম মন্দির পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসাদ বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ভারতীয়দের ফিজিতে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় তারা তাদের সঙ্গে নিয়ে গিয়েছিল গীতা” ও রামায়ণ।
হিন্দু সম্প্রদায়ের শক্তিশালী সাংস্কৃতিক দিকটির কথাও এদিন উল্লেখ করেন ফিজির উপ প্রধানমন্ত্রী। তিনি অযোধ্যা সফরের বিষয়ে আরও বলেন, ভগবান রামকে প্রত্যক্ষ করাকে একটি সৌভাগ্য বলে মনে করেন। তিনি উল্লেখ করেছেন যে এই সফর ভারত ও ফিজির মধ্যে সম্পর্ক জোরদার করবে। ভারত ও ফিজির মধ্যে ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। ভারত-ফিজি দুই দেশের মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে কারণ ফিজির জনসংখ্যার 38 শতাংশ ভারতীয় বংশোদ্ভূত।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ফিজি দ্বীপপুঞ্জ। ১৯ শতাব্দীর শুরুতেই ইউরোপীয় আধিবাসীরা ফিজি এসেছিল। তারও আগে ১৬৪৩ সালে একজন ডাচ আবেল তাসমান ফিজি আসেন। ১৮৭৪ সালে ফিজি ব্রিটেনের উপনিবেশে পরিণত হয়। ১৯৭০ সালের ১০ অক্টোবর, ফিজি স্বাধীনতা লাভ করে। ১৯৯৮ সালের ২৭ জুন দেশটির নতুন সংবিধান কার্যকর হয়। একই সঙ্গে দেশের নাম ফিজি দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রে পরিণত হয়।