ডাইনি অপবাদে একই পরিবারের তিন সদস্যকে খুন! জঙ্গলে মিলল নগ্ন দেহ
Family of 3 murdered in Jharkhand West Singhbhum police suspects involvement of witchcraft

Truth Of Bengal, Barsa Sahoo : কুসংস্কার যেন কোনভাবেই পিছু ছাড়ছে না সাধারন মানুষের। এখনকার যুগে দাঁড়িয়েও মানুষ বস্তা পচা কয়েকটা কুসংস্কার মেনে চলেন। আবার কেউ তা অন্যকে মেনে চলতে বাধ্য করেন। এবার এক ভয়ংকর ঘটনা সামনে এসেছে যা মানুষের বুকে আলাদা দাগ কেটে যাবে। এবার ডাইনি অপবাদে একই পরিবারের তিন সদস্যেকে খুন করা হয়। শুধু তাই নয়, তাদের খুন করার পর দেহকে জঙ্গলে ফেলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে। শুক্রবার জঙ্গল থেকে ওই তিন জনের নগ্ন দেহ উদ্ধার হয়। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসীরা।
স্থানীয় সূত্রে খবর, নিহত তিন জনের নাম হল দুগলু পূর্তি। বয়স ৫৭। তাঁর স্ত্রী সুকবারো পূর্তি। বয়স ৪৮। তাঁদের মেয়ে দসকির পূর্তি। বয়স ২৪। তারা প্রত্যেকেই ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের বাসিন্দা। তাদের ছোট মেয়ে একটি আবাসিক স্কুলে পড়াশুনা করত। শুক্রবার সে স্কুল থেকে বাড়ি ফিরে দেখে, বাড়িতে কেউ নেই। এর পরেই বাবা-মা ও দিদিকে খঁজতে রাস্তায় নামে ওই খুদে। এরপরই তাঁদের মৃতদেহ দেখতে পায় সে।
শুক্রবার ঝাড়খণ্ডের সিয়ানকেল গ্রামের অদূরের এক জঙ্গল থেকে তাঁদের নগ্ন দেহ উদ্ধার করা হয়। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আহতদের সকলকেই ডাইনি অপবাদে কুপিয়ে খুন করা হয়েছে।
এরপর ওই খুদে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাঁরা এসেই প্রথমে জঙ্গল থেকে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে ঠিক কী কারণে একই পরিবারের তিন সদস্যকে খুন করা হয়েছে? তা এখনও অজানা সকলের। অভিযোগের পুরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।