ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ বেশ কয়েকজন শ্রমিক
Explosion at Indian Oil refinery, several workers injured

Truth Of Bengal: গুজরাটের পর এবার উত্তর প্রদেশ। ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা সামনে এল। খবর পাওয়া যাচ্ছে, বিস্ফোরণের ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছে কমপক্ষে আটজন কর্মী। তিনজনের অবস্থা সঙ্কটজনক। মঙ্গলবার বিকেলে উত্তর প্রদেশের মথুরায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর সেখান থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে বলেই জানা যাচ্ছে।
Mathura, Uttar Pradesh: An accident occurred in Mathura when the ABU plant was started after a final shutdown. The explosion of furniture caused a fire, leaving around 10 employees severely burnt. The injured workers were referred to a higher medical center for treatment. The… pic.twitter.com/tBEyIAEl3t
— IANS (@ians_india) November 12, 2024
বিস্ফোরণে ও আগুনে দ্বগ্ধ হয়েছে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক। তাদের তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রিফাইনারিতে অ্যাটমোস্ফেরিক ভ্যাকুম ইউনিট চালু করার সময়ই ঘটে বিপত্তি। বিস্ফোরণের সময় ভ্যাকুমের সামনে যে কয়েকজন শ্রমিক ছিলেন, তারা আগুনে ঝলসে যান। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও সেই শব্দ কানে আসে।
বিস্ফোরণের ঘটনায় মথুরা রিফাইনারির জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, মেইনটেন্যান্সের কাজ চলছিল। এভিইউ ইউনিট বন্ধই ছিল। মেশিন অন করতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। আশেপাশে ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে অনেকের দেহের প্রায় বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। সেখান থেকে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তাদের দিল্লিতে স্থানান্তরিত করা হয়। প্রসঙ্গত, এর আগেও ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই রিফাইনারির স্টোরেজ ট্যাঙ্কে আগুন লাগে। কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।