
The Truth of Bengal: সাংসদ পদ খারিজ মামলায় তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রর দ্রুত শুনানির আর্জি খারিজ। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, সাংসদ পদ খারিজ মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ৩ জানুয়ারি। অর্থাৎ, চলতি বছর আর তাঁর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। শুনানিতে বিচারপতি জানিয়ে দেন, এই মামলা নিয়ে যাবতীয় মন্তব্য আবার পরবর্তী শুনানিতে শোনা হবে। সেই পরবর্তী শুনানি হবে পরের বছরের ৩ জানুয়ারি। শুক্রবারের পর শীতকালীন ছুটির জন্য বন্ধ হয়ে যাবে সর্বোচ্চ আদালত। ছুটির পর ৩ জানুয়ারি ফের শুনানির দিন ধার্য হয়েছে।
অনৈতিক ভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছে দাবি তুলে মহুয়া মৈত্র এর ‘শেষ’ দেখে ছাড়ার কথা বলেছিলেন। গত ১১ ডিসেম্বর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টে ১৫ পাতার আবেদনে বিষয়টি বিস্তারিত লেখেন তাঁর বক্তব্য। এথিক্স কমিটির রিপোর্ট এবং তাঁকে বহিষ্কারের প্রস্তাবকে ‘সত্যের বিকৃতি’ বলে উল্লেখ করেন মহুয়া। নিশিকান্ত দুবে ও জয় দেহাদ্রাই-এর অভিযোগের বয়ান তুলে ধরে মহুয়া দেখাতে চান তাঁর বিরুদ্ধে অভিযোগে কতটা পরস্পর বিরোধিতা আছে। সেই মামলা গৃহীত হয়েছিল সুপ্রিম কোর্টে।
শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মহুয়ার মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি জানিয়ে দেন, এই মামলা নিয়ে যাবতীয় মন্তব্য আবার পরবর্তী শুনানিতে শোনা হবে। সেই পরবর্তী শুনানি হবে পরের বছরের ৩ জানুয়ারি। শুক্রবারের পর শীতকালীন ছুটির জন্য বন্ধ হয়ে যাবে সর্বোচ্চ আদালত। ছুটির পর ৩ জানুয়ারি ফের শুনানির দিন ধার্য হয়েছে।
লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর তাঁর বিরুদ্ধে এথিক্স কমিটি তদন্ত শুরু করে। কমিটির প্রস্তাব মেনে তৃণমূলের সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া। মামলা গৃহীত হওয়ার পর দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। শুক্রবার সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, দ্রুত শুনানি সম্ভব নয়। মামলাকারী চাইলে প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারেন বলেও জানানো হয়।