দেশ

একশো ঘণ্টা পার, গোলাগুলি বন্ধ হলে, অনন্তনাগের গভীর জঙ্গলে চলছে জোর তল্লাশি

J&K Encounter

The Truth of Bengal: তিনি নিরাপত্তা আধিকারিকের শহিদ হওয়ার পর, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার গভীর জঙ্গলে চলছে জোর চিরুনি তল্লাশি। শনিবার এক জঙ্গিকে খতম করা হলেও, বাকি জঙ্গিদের খোঁজ চলছে এখনও।

গত মঙ্গলবারই অনন্তনাগের গভীর জঙ্গলে কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় পুলিশ ও সেনা। তার পরেই শুরু হয় অভিযান। ব্যাপক গোলাগুলি চলে দুপক্ষের মধ্যে। প্রশাসনিক সূত্রের খবর, এখনও জঙ্গিরা জঙ্গলের মধ্যে লিকুয়ে রয়েছে, নাকি পড়শি দেশে গা ঢাকা দিয়ে তা নিয়ে ধন্ধ রয়েছে।

পুলিশ সূত্রের খবর, লস্কর-ই-তৈবার দু থেকে তিনজন সন্ত্রাসবাদী সদস্য ওখনও গাডোলের গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছে। অনুমান করা হয়েছে, জঙ্গিরা যে জায়গায় রয়েছে, সেটি অত্যন্ত দুর্গম, বিপজ্জনক। ঘন জঙ্গলে ঢাকা পাহাড়ি এলাকা, রয়েছে কিছু প্রাকৃতিক গুহা, সেখানে গা ঢাকা দিয়ে থাকতে পারে। জায়গাটি পীর পঞ্জাল রেঞ্জ লাগোয়া।

সেনা সূত্রের খবর, শনিবার সন্ধে থেকে ওই অঞ্চলে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। এই পরিস্থিতিতে অপারেশন চালানো দুষ্কর, তাই আপাতত গুলি চালানো বন্ধ রাখা হয়েছে। আর এই সুযোগে জঙ্গিরা এলাকা ছেড়ে পালাতেও পারে। সেনার তরফে আরও জানানো হয়েছে, লস্কর জঙ্গিদের এখানে যে পাঠানো হয়েছিল, তারা উচ্চ মানের প্রশিক্ষিত, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র শস্ত্রও রয়েছে। প্রায় ১০০ ঘণ্টা ধরে এনকাউন্টার চলেছে, জঙ্গিরা থাকতে পারে এমন জায়গা লক্ষ্য করে মর্টার সেল এবং ছোট রকেটও ছোঁড়া রয়েছে, কিন্তু তাদের কাছে এমন কিছু যন্ত্র রয়েছে, যার মাধ্যমে তারা আগাম খবর পাচ্ছে। জঙ্গিরা কোয়াডকপ্টার এবং ড্রোনও ব্যবহার করছে নজরদারির জন্য।

ভারতীয় সেনার নর্থান কমান্ড প্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, জঙ্গিদের বিরুদ্ধে নয়া কৌশল নেওয়া হচ্ছে। ড্রোন এবং ফায়ার পাউডার ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles