দেশ

বিজাপুরে এনকাউন্টার, নিহত তিন মাওবাদী

Encounter in Bijapur, three Maoists killed

Truth Of Bengal: মাওবাদীদের ঘাঁটি হিসাবে পরিচিত বিজাপুরের ন্যাশনাল পার্ক এলাকার জঙ্গলে ফের এনকাউন্টার। নকশালদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। অপারেশন চলাকালীন রবিবার সকালে জাতীয় উদ্যান এলাকায় পুলিশ এবং মাওবাদীদের মধ্যে একটি এনকাউন্টার শুরু হয়। এই সংঘর্ষ বিরতিহীনভাবে চলতে থাকে।তথ্য অনুসারে, রবিবার দুপুর পর্যন্ত এনকাউন্টারে তিন মাওবাদী নিহত হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার করা হয়েছে স্বয়ংক্রিয় অস্ত্রও। ভোপালপত্তনমের মাদদেদ এলাকার বন্দেপাড়া-কোরাঞ্জেদের জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে এনকাউন্টার চলছে। সকাল থেকে দফায় দফায় গুলি চলছে। শীর্ষ পুলিশ কর্মকর্তারা এই সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁরা বলেন, নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযানে নিয়োজিত রয়েছে এবং অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে। পাশাপাশি এই এনকাউন্টারে তিন মাওবাদী নিহত হয়েছে বলে জানা গিয়েছ। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাওবাদী তৎপরতা নিয়ে এর আগেও বহুবার এই এলাকায় বড় ধরনের অভিযান চালানো হয়েছে। বর্তমানে তল্লাশি অভিযান চলছে এবং নিরাপত্তা বাহিনী পূর্ণ সতর্কতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।

Related Articles