
The Truth of Bengal: দিল্লি আবগারি দুর্নীতি মামলার তদন্তে গতি বাড়ল। জিজ্ঞাসাবাদের জন্য এবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি। এই মামলায় বেআইনি লেনদেন নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। ২ নভেম্বর দিল্লির ইডি অফিসে হাজিরা দেওয়ার জন্য আপ সুপ্রিমোকে বলা হয়েছে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে মনে করছে আপ নেতৃত্ব।
সোমবার আবগারি নীতি সংক্রান্ত মামলায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেই দিল্লি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির সমন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে, গত এপ্রিল মাসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে দিল্লির মুখ্যমন্ত্রীকে। তার কয়েক মাস কাটতে না কাটতে এবার ইডির জেরার মুখে পড়তে হচ্ছে কেজরিওয়ালকে।
প্রসঙ্গত, চলতি বছরে আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বিভাব কুমারকে। সিবিআইয়ের পাশাপাশি ইডি জিজ্ঞাসাবাদ করে। আবাগারি নীতি নিয়ে কে কে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বা তাঁর সাথে দেখা করেছিল, তা জানতে চেয়েছিল ইডি।
Free Access