নির্বাচনের মুখে দিল্লির আর এক মন্ত্রীকে ইডির তলব
ED summons another Delhi minister ahead of elections

The Truth of Bengal: আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেলে বসেই সরকার চালাচ্ছেন কেজরি। এই আবহে এবার দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাস গেহলটকে তলব করল ইডি। ফলে নির্বাচনের মুখে দিল্লির সেকেন্ড ইন কমান্ডকে ডেকে পাঠায় বিপাকে আপ আদমি পার্টি। সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে একেরপর পর এক আপ নেতা গ্রেফতার হওয়ায় বিপাকে আপ নেতা মন্ত্রীরা। সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
এই আবহে এবার দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাস গেহলটকে তলব করল ইডি। দিল্লির আবগারি দুর্নীতি ও আর্থিক তছরুপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, গত সপ্তাহেই ইডির হাতে গ্রেফতার হওয়ার পর জেলে রয়েছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী। শুধু অরবিন্দ নয় এর আগে আবগারি দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিং। বারবার আপ নেতাদের এভাবে গ্রেফতার হওয়ায় সরব হয়েছে আপ নেতৃত্ব।
আপের দাবি, হেরে যাওয়ার ভয়েই এমন কাজ করছে কেন্দ্র সরকার। দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজের কথায়, “কেন্দ্র সরকার জানে ওরা এই নির্বাচনে হারবে, তাই বেপরোয়া হয়ে উঠেছে। নিজেরা একাই নির্বাচনে লড়তে চাইছে বলে বারবার আপ নেতাদের গ্রেফতার করা হচ্ছে বলে সরব হয়েছে আপ নেতৃত্ব। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হওয়ায় জেলে বসেই সরকার চালাচ্ছেন আপ সুপ্রিমো। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দিল্লির ‘সেকেন্ড ইন কমান্ড’ গেহলটকে তলব করায় আরও বিপাকে পড়েছে আপ নেতৃত্ব। তবে নির্বাচনের আগে ইডির সাড়া দেবেন কিনা দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাস গেহলট সেটাই এখন দেখার।