
The Truth of Bengal: ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার খোদ ইডি কর্তা। ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ইডি কর্তার বিরুদ্ধে।ধৃত ইডি আধিকারিকের নাম অঙ্কিত তিওয়ারি। শুক্রবার তামিলনাড়ু পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ইডি কর্তাকে। তামিলনাড়ু পুলিশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাদুরাইয়ের কার্যালয় ও ওই অভিযুক্ত আধিকারিকের বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ধৃত ইডি আধিকারিকের অফিস এবং বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে ইডি। তবে প্রথম পুলিশের জালে গ্রেফতার হল তামিলনাড়ুর কোন এক ইডি কর্তা। ধৃত ই়ডি কর্তাকে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ধৃত অঙ্কিতের বিরুদ্ধে অভিযোগ, তামিলনাড়ুর এক রাজ্য সরকারি কর্মচারীর কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। ২০ লক্ষ টাকা ঘুষ নিয়েওছিলেন।
‘ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন তথা ডিভিএসি’-এর তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে যাওয়া একটি মামলায় ‘আইনি পদক্ষেপ এড়াতে’ ওই রাজ্য সরকারি কর্মীর কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ চেয়েছিলেন ধৃত অঙ্কিত। অভিযোগ, ২৯ অক্টোবর অঙ্কিত ওই সরকারি কর্মীর সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁকে ইডির মাদুরাই অফিসে ডেকে পাঠান। ওই সরকারি কর্মীকে বলা হয় যে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। এর পর ওই সরকারি কর্মী ইডি অফিসে পৌঁছলে অঙ্কিত তাঁর কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ চান।
পরে ঘুষের অঙ্ক ৫১ লক্ষ টাকায় নামিয়ে আনা হয়। অঙ্কিত এ-ও দাবি করেন যে, ‘ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে’ তাঁর কাছ থেকে এই টাকা চাওয়া হচ্ছে। ওই সরকারি কর্মচারী ১ নভেম্বর ধৃত ইডি আধিকারিকের হাতে ২০ লক্ষ টাকা তুলেও দেন। এর পর থেকেই ঘুষবাবদ বাকি ৩১ লক্ষ দেওয়ার জন্য ধৃত ইডি কর্তা ওই সরকারি কর্মীকে হয়রানি করা শুরু করেন বলে অভিযোগ। ৩০ নভেম্বর অঙ্কিতের বিরুদ্ধে ডিভিএসি-তে অভিযোগ দায়ের করেন সরকারি কর্মী। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার সকালে অভিযুক্ত ইডি কর্তা অঙ্কিত তিওয়ারিকে তামিলনাড়ুর পুলিশ গ্রেফতার করেছে।