দেশ

গ্রেফতার মদ্যপ প্রিন্সিপ্যাল ও শিক্ষক! তোলপাড় সরকারি স্কুল

Drunk principal and teacher arrested! Riot at government school

Truth Of Bengal: শিক্ষকরা সমাজের গুরু। তাঁরা সমাজকে শিক্ষা দেন। সেই মাস্টারমশাইদের ভূমিকা এবার প্রশ্নের মুখে। অভিযোগ, বিহারের নালন্দা জেলার একটি স্কুলে প্রিন্সিপ্যাল ও শিক্ষক মদ্যপ অবস্থায় সরকারি স্কুলে আসেন। মদ্যপ প্রিন্সিপ্যাল নগেন্দ্র প্রসাদের ভূমিকা নিয়ে সকলেই হতবাক হন।

দেখা গিয়েছে, দুজনেই অন্যরকম আচরণ করছে এবং অপেশাদার ভূমিকা পালন করছে। যখন গ্রামবাসীরা শিক্ষকদের এই আচরণের প্রতিবাদ করেন, তখন তাঁরা খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। শিক্ষকদের আচরণে বিরক্ত হয়ে গ্রামবাসীরা পুলিশে খবর দেন। অভিযোগ মেলার পরই হাতকড়া পরে মদ্যপ বলে অভিযুক্ত প্রিন্সিপ্যালও মাষ্টারমশাইয়ের।

এই বিষয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায় মদ্যপ শিক্ষকরা পড়ুয়া ও গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। শিক্ষককে দেখা যায়,খালি পায়ে,টলতে টলতে আসছেন। কখনও আবার মাটিতে পড়ে যান। তারপরই এই আপত্তিকর আচরণ দেখে পুলিশ ভ্যানে তোলা হয় অভিযু্ক্ত শিক্ষকও প্রিন্সিপ্যালকে।

গ্রামবাসীরা শিক্ষকদের এই ধরণের কাজ দেখে বেজায় ক্ষুব্ধ। তাঁরা  স্কুলের সুস্থ সংস্কৃতি বজায় রাখতে শিক্ষকদের আচরণ বিধি লাগু করার ওপর জোর দিয়েছে। অভিযুক্ত শিক্ষকরা মদ্যপ থাকার কথা মুখে স্বীকারও করে নেন। জনরোষ বাড়ায় অভিযুক্ত শিক্ষকদের সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ডের মাধ্যমে আসলে কড়া বার্তা দেওয়া হয়েছে শিক্ষকসমাজকে,এমনটাই বলছেন বিহারের নালন্দার প্রশাসনের কর্তারা।

Related Articles