দেশ
Trending

গোটা ভারতে কত ধনী মন্দির আছে জানেন? জানেন এই ধনী মন্দিরগুলির সম্পদের পরিমান কত?

Do you know the wealth of these rich temples?

The Truth of Bengal : ভারতের কয়েকটি ধনী মন্দিরগুলির সম্পদের পরিমাণ জানলে অবাক হতে হবে। জেনে নেবো কিছু ধনী মন্দিরে সম্পদের পরিমান। যে মন্দিরের ঐশ্বর্য পৃথিবীর সবকিছুকে ম্লান করে দেয় তা হল ভারতের কেরালা রাজ্যের রাজধানী থিরু অনন্তপুরম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি মন্দিরের নাম ভগবান পদ্মনাভ স্বামী মন্দির। ভগবান বিষ্ণুই এই মন্দিরে পদ্মনাভ স্বামী হিসেবে পূজিত হন। মন্দিরের মোট সম্পদের পরিমাণ ১ লাখ ২০ হাজার কোটি টাকা। এছারাও ধনি মন্দিরের তালিকায় রয়েছে অনে নাম। জেনে নেবো সেই সব মন্দিরের বিষয়ে।

তিরুপতি বালাজি মন্দিরঃ  দেশের মধ্যে সমৃদ্ধ মন্দিরগুলির মধ্যে অন্যতম। প্রতি বছর এখানে ভক্তদের প্রণামী জমা পড়ে ৬৫০ কোটি টাকা। তিরুপতি মন্দির ভগবান বালাজির মোট সম্পত্তির পরিমাণ ৩ লাখ কোটি টাকা।

 জম্মুর শ্রী বৈষ্ণদেবী মন্দিরঃ ভারতের ধনী মন্দিরের তালিকায় এক অন্যতম মন্দির হল জম্মুর শ্রী বৈষ্ণদেবী মন্দির। এই মন্দিরটি ভারতের তৃতীয় ধনী মন্দগির। ভ্রমণ নির্দেশিকা অনুসারে, এই মন্দিরের দান বাক্সে বছরে প্রায় ৫০০ কোটি টাকা দান জমা পড়ে।

 

সাঁই বাবা মন্দির, শিরডিঃ মহারাষ্ট্রের শিরডিতে অবস্থিত সাঁই বাবা মন্দির দেশের চতুর্থ ধনী মন্দির। মন্দিরের ব্যাঙ্ক আ্যাকাউন্টে ৩২ কোটি টাকার সোনা, ৪হাজার ৪২৮ কেজি রুপো ও প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা রাখা আছে। এই মন্দিরে প্রতি বছর প্রায় ৩৬০ কোটি টাকা অনুদান জমা পড়ে।

সিদ্ধি বিনায়ক মন্দির, মুম্বাইঃ মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির দেশের অন্যতম বিখ্যাত মন্দির। এই মন্দিরের গড় বার্ষিক আয় ৪৮ কোটি টাকা থেকে ১২৫ কোটি টাকার মধ্যে।

 মীনাক্ষী মন্দির, মাদুরাইঃ এই মন্দিরে পরিসংখ্যান বলছে, প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষের সমাগম হয় মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরে। মন্দিরের বার্ষিক আয় প্রায় ৬ কোটি টাকা।

 

জগন্নাথ মন্দির, পুরী ওড়িশাঃ  ধনী মন্দিরের তালিকায় রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরও। তবে এই মন্দিরের সঠিক সম্পত্তির পরিমাণ কত সে সম্পর্কে সঠিক ভাবে কোনও তথ্য মেলে না। তবে অনুমান করা হয়েছে মন্দিরে ১০০ কেজির বেশি সোনা ও রুরো আছে।

সোমনাথ মন্দির, গুজরাটঃ  গুজরাটের সোমনাথ মন্দির প্রাচীনকাল থেকেই ভারতের অত্যন্ত সমৃদ্ধশালী মন্দিরগুলির মধ্যে অন্যতম। প্রতি বছর কোটি টাকা অনুদান হিসেবে জমা পড়ে এই মন্দিরে।

 

FREE ACCESS

Related Articles