সোনা কিনতে চান, জানেন কী এক লাফে সোনার দাম ঠিক কতটা বেড়েছে?
Do you know how much the price of gold has risen?

The Truth Of Bengal : কথায় বলে সোনায় সোহাগা। মহিলারা সোনা পেলে আহ্লাদে আটখানা হয়ে যান। সোনার হার, সোনার কানের বা সোনার নেকলেস যাই দেবেন আপনার স্ত্রী বা প্রেয়সী খুশি হবেন। যাঁরা ভাবছিলেন, এই সময়ে সোনা কিনে দেবেন প্রিয়তমাকে বা মনের মানুষকে তাঁদের পকেটের খরচ বাড়ল।কারণ কী জানেন,মঙ্গলবার অর্থাত্ ২ এপ্রিল থেকে দামী হয়ে গেল সোনা। ২৪ক্যারেট (১০গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে, ৬৮,৬৬০ টাকা এবং ২২ক্যারেট (১০ গ্রাম ) সোনার দাম দাঁড়িয়েছে ৬২,৯০০ টাকা। বলা যায়,অনেকেই মনে করেন, সোনা ঘরে থাকলে লক্ষ্ণী ।মূল্যবান সেই ধাতু কেনার জন্য আমরা দেখি ধনতেরাস বা অন্যান্য শুভ অনুষ্ঠানে হিড়িক পড়ে যায়।একটাই লক্ষ্য. নগদের বদলে ঘরে এই অ্যাসেট থাকলে সম্পদ বাড়ানো।কিন্তু সেই সোনার দাম আচমকা বেড়ে যাওয়ায় যাঁরা সোনা কিনতে চান তাঁদের মনের বাসনা পূরণ একটু সমস্যা হয়ে দাঁড়াল।
দেখে নেব দেশের শহর মূল্যবৃদ্ধির পর সোনার দর কত দাঁড়াল ?
দিল্লি -৫৮,৬৫০ থেকে বেড়ে ৬৩,৯৭০ টাকা
মুম্বই ৫৮,৫০০ থেকে বেড়ে ৬৩,৮২০ টাকা
চেন্নাই ৬২,৩৫০ থেকে বে়ড়ে ৬৮,০২০ টাকা
কলকাতা ৫৮,৫০০ থেকে বেড়ে ৬৩,৮২০ টাকা
হায়দরাবাদ ৫৮,৫০০ থেকে বেড়ে ৬৩,৮২০ টাকা
বেঙ্গালুরু ৫৮,৫০০ থেকে বেড়ে ৬৩,৮২০ টাকা
ভূবনেশ্বর ৫৮,৫০০ থেকে বেড়ে ৬৩,৮২০ টাকা
সোনার দাম বাড়লেও রুপোর দাম একই রয়েছে। ৩১মার্চের বাজারদর অনুসারে, প্রতি কিলোগ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৭৪,১০০ টাকা। সোনার দাম এভাবে বাড়ায় গৃহবধূ থেকে সোনার কারবারী সকলেই কিছুটা চাপে পড়লেন।তবে মূল্যের ওঠাপড়া অব্যাহত থাকায় সবাই তাকিয়ে রয়েছেন, কবে জিনিসের দাম কমবে ?
FREE ACCESS