দেশমসনদের লড়াইরাজনীতি
Trending

Narendra Modi: গাড়ি-বাড়ি নেই, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তি কত জানেন?

How much do you know about Prime Minister Narendra Modi's property?

The Truth of Bengal : আবার সেই উত্তরপ্রদেশের বারাণসী থেকেই লড়ছেন নরেন্দ্র মোদি। সকালে দশাশ্বমেধ ঘাটে পুজো দেন তিনি। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যান কাল ভৈরবের মন্দিরে। কাল ভৈরবের মন্দিরে পুজো দেওয়ার পর  এনডিএ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার ধুমধাম করে , রীতিমতো পঞ্জিকা দেখে মনোনয়ন জমা দেন তিনি। মাহেন্দ্রক্ষণ আগে থেকেই ঠিক করা হয়েছিল। ঘড়ির কাঁটা যখন প্রায় ১২টা তখনই  মনোনয়ন পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ সহ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।প্রস্তাবক হিসেবে ৪জনকে রাখেন মোদি। ব্যবসায়ী,  জ্যোতিষী,তফশিলি জাতি ও ওবিসির প্রতিনিধিদের সেই প্রস্তাবক দলে রেখেছেন তিনি।মনোনয়ন জমা দেওয়ার পর তিনি হলফনামা জমা দেন তিনি।জানিয়ে দেন তাঁর কোনও জমি –বাড়ি-গাড়ি নেই। হলফনামায় উল্লেখ করা হয়েছে রয়েছে লক্ষ টাকার স্বর্ণ আংটি।

 জানেন কি  মোদির সম্পত্তি কত ?   

নির্বাচন কমিশনে জমা পড়া নরেন্দ্র মোদীর হলফনামা অনুযায়ী, তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২ লক্ষ টাকা। মোদির হাতে এখন রয়েছে ৫২ হাজার ৯২০ টাকা।  হলফনামা অনুযায়ী, আরও জানা গেছে, ২০১৮-১৯ অর্থবর্ষের থেকে    ২০২২-২৩ সালে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয় অনেকটাই বেড়েছে।শুনলে আপনি অবাক হতে পারেন।তাঁর সম্পত্তির মূল্য ১১ লক্ষ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা ।হলফনামায় আরও জানানো হয়েছে,মোদির
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে   ২’টি অ্যাকাউন্ট রয়েছে।  এসবিআইয়ের গান্ধীনগর শাখায় তাঁর নামে রয়েছে ৭৩ হাজার ৩০৪ টাকা। বারাণসী শাখায় রয়েছে ৭হাজার টাকা। ফিক্সড ডিপোজিট রয়েছে ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৩৩৮ টাকা। নরেন্দ্র মোদীর রয়েছে ২ লাখ ৬৭ হাজার ৭৫০ টাকার চারটি সোনার আংটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২ লাখ ৬ হাজার ৮৮৯ টাকা। কোনও স্থাবর সম্পত্তি নেই তাঁর।

দেখুন নরেন্দ্র মোদির মনোনয়ন পত্র

মোদির হলফনামায় মিলল সঞ্চয়েরও তথ্য

নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতার আগে সব প্রার্থীকেই তাঁদের সম্পত্তির হিসেব দাখিল করতে হয়।নরেন্দ্র মোদিও সেই রীতি মেনে যে তথ্য পেশ করেছেন তাতে দেখা যাচ্ছে,

২০১৯ সালে  মোট সম্পত্তির পরিমাণ ছিল ২.৫ কোটি টাকা। গুজরাটের গান্ধীনগরে একটি বাড়ি রয়েছে বলেও সেসময় উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী।সেই বাড়িটির  বাজারদর ছিল ১ কোটি ১ লাখ টাকা। এছাড়া দেশের সেবক বলে দাবি করে মোদির ফিক্সড ডিপোজিট ছিল  ১ কোটি ২৭ লাখ টাকা   । এখানেই শেষ নয়,৫ বছর আগে ভোটের সময় নরেন্দ্র মোদীর হাতে নগদ ছিল ৩৮ হাজার ৭৫০ টাকা। উনিশের পেশ করা  হলফনামা অনুযায়ী, মোদীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৪১ লক্ষ  টাকা, স্থাবর সম্পত্তি ছিল ১ কোটি ১ লাখ টাকা। করমুক্ত  বন্ডে তাঁর ইনভেস্টমেন্ট ছিল ২০ হাজার টাকা , ছিল প্রায় ২লক্ষ টাকার এলআইসি।সঞ্চয়ের হিসেব দিতে গিয়ে   মোদি জানিয়েছেন, সেভিংস ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল ৪ হাজার ১৪৩ টাকা। তথ্য বলছে , ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৬৫ লাখ টাকা। বিগত ১০ বছরে ১ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৮৯ টাকা সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রীর।

 

Related Articles