দেশ
Trending

১৪৪ ধারা উপেক্ষা করে দিল্লির পথে আন্দোলনের ডাক কৃষক সংগঠনের

Disregarding Article 144, farmers' organizations call for agitation on the way to Delhi

The Truth Of Bengal : মঙ্গলবার দিল্লির রাজপথে আন্দোলনে নামবেন কৃষক সংগঠন। কৃষিঋণ মুকুব, কৃষক ও শ্রমিকদের পেনশন এবং ন্যূনতম সহায়ক মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে আজ আন্দোলনে নামবে একাধিক কৃষক সংগঠন। আন্দোলনের পূর্বাভাস পেয়ে দিল্লির একাধিক জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। সেই সঙ্গে করা পাহারা জারি করা হয়েছে বিভিন্ন এলাকায়। কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে আজ দিল্লির রাজপথে আন্দোলনে নামবে কৃষক সংগঠনগুলি।

আগামী ১২ ই মার্চ পর্যন্ত দিল্লির একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ। সেই সঙ্গে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিশাল জমায়েতের ক্ষেত্রেও। এমনকি দিল্লি জুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ট্রাক্টর প্রবেশেও। এবং এই নিষেধাজ্ঞা অমান্য করলে গ্রেফতারও করা হতে পারে বলে জানিয়েছে দিল্লী পুলিশ। প্রসঙ্গত সোমবার রাতে চন্ডিগড়ে কৃষকদের প্রতিনিধি দলগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন মুন্ডা। সেই বৈঠকে কৃষকদের সঙ্গে কথা বলে আন্দোলন জমানোর চেষ্টা করেছিল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। তবে সেই বৈঠক কার্যকর হয়নি। তাই মঙ্গলবার দিল্লির রাস্তায় আন্দোলনে নামবে কৃষক সংগঠনের একাধিক।

সোমবার রাতে ৫ ঘন্টা যাবৎ কৃষকদের সঙ্গে বৈঠক কার্যকর হয়নি কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর। সেই বৈঠকের পর মঙ্গলবার উত্তর প্রদেশ হরিয়ানা পাঞ্জাব সহ একাধিক রাজ্যের ২০০ টিরও বেশি কৃষক সংগঠন রওনা দিয়েছে দিল্লির উদ্দেশ্যে। এই আন্দোলনে পা মিলিয়েছেন প্রায় কুড়ি হাজার কৃষক।

FREE ACCESS

Related Articles