দেশ

রামপথের বেহাল দশা, মন্দিরের প্রবেশপথের রাস্তায় ধস

Dilapidated condition of Rampath, collapse of temple entrance road

The Truth of Bengal: ২৪-এর শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছিলেন রামমন্দিরের। রামমন্দিরে পৌঁছনোর রাস্তা প্রথমদিকে ছিল অত্যন্তই সরু। পরবর্তী সময়ে, মন্দির উদ্বোধনের আগে যোগী আদিত্য নাথের সরকার আশেপাশে থাকা বাড়ি এবং অন্যান্য নির্মান সরিয়ে সেই সরু রাস্তাকে চওড়া রাস্তা তৈরি করেছিলেন। তবে বর্তমানে সেই রাস্তারই বেহালই দশা। মাত্র পাঁচ মাসের মধ্যেই রাস্তার হাল নিয়ে বিতর্ক তুঙ্গে।

কোটি কোটি টাকা খরচ করে বানানো রাস্তার একাংশ ধসে যাওয়ার ঘটনা ঘটে। জানা যাচ্ছে সামান্য বৃষ্টিতেই রামপথ ধসে যায়। গত জানুয়ারী মাসে তৈরি হওয়া এই রাস্তার বেহাল অবস্থার জন্য একপ্রকার বিজেপি সরকারকেই দায়ী করছেন ভক্তকুল। ২২ জানুয়ারী সাড়ম্বররে রামমন্দিরের উদ্বোধনের পর পরই প্রথমবারের জন্য বর্যাতে মন্দিরের ছাঁদ থেকে চুঁইয়ে জল পড়তে দেখা য়ায়। যা দেখে ক্ষুব্ধ হন মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।

তবে এবার রামবমন্দিরে প্রবেশের মূল পথই ধসে যাওয়ার কারণে আপাতত ওই রাস্তা অবরূদ্ধ হয়ে পড়েছে।  ইতিমধ্যে সেই রাস্তা মেরামতির কাজ শুরু হলেও রাস্তার মান নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, এর আগে শনিবারও ওই রাস্তাতে ধসের খবর পাওয়া গিয়েছিল। প্রবল বৃষ্টির জেরে রাস্তার বেহাল অবস্থা হওয়ার কারণে দ্রুতই সেই রাস্তা বালি-পাথরের সাহায্যে মেরামত করা হয়। সেই ঘটনার পর আরহও একবার ধসে পড়ল রামপথের একাংশ।

Related Articles