অর্জুনের মন খারাপের পোস্ট কি উসকে দিল মালাইকার সঙ্গে বিচ্ছেদ শেষমেশ নিশ্চিত?
Did Arjun's upset post trigger the breakup with Malaika

The Truth of Bengal: মালাইকা এবং অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই জোড়ালো চর্চা বিটাউন জুড়ে। সেখানেই যখন তারকা যুগলের ঘনিষ্ঠ সূত্র দুইজনের বিচ্ছেদ সংক্রান্ত খবরে শীলমোহড় দিচ্ছেন, অপর দিকে ঠিক তখনই মালাইকার ম্যানেজার জানাচ্ছেন, “এগুলি সবটাই রটনা।” তিনি দাবী করতে থাকেন, মালাইকা-অর্জুন একেবারেই রয়েছেন তাঁদের নিজেদের ছন্দে।
বেশ কয়েকদিন ধরে তাদের এইসব ব্রেকাপ চর্চার মধ্যেই এবার নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন অভিনেতা। অর্জুনের এদিনের করা ইনস্টাগ্রাম পোস্টটি আরও একবার তাদের এই ব্রেকাপের খবরটিকে উস্কে দিল। অর্জুনের শেয়ার করা এদিনের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “প্রতিটি মুহূর্তেরই একটা গুরুত্ব থাকে। কখনও সেই মুহূর্তগুলোকে ছুড়ে ফেলে দেবেন না। ওই পরিস্থিতিগুলো থেকেই ভবিষ্যৎ-এ শিক্ষা নেওয়া উচিত”। তিনি আরও একটি স্টোরি শেয়ার করে লেখেন, “আমাদের জীবনে দুটো উপায় আছে। হয় আমরা অতীতের হাতে বন্দি হয়ে থাকব, না হয় ভবিষ্যতের সম্ভাবনাকে সাদরে গ্রহণ করব”। যা একপ্রকার বলাইবাহুল্য তাদের ব্রেকাপের খবরটিকে আরও বেশি করে উসকে দিতে বাধ্য।
তাছাড়াও মালাইকাও এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লেখেন,”সুপ্রভাত। পৃথিবীর সবচেয়ে বড় ধন হল সেই মানুষগুলো যাঁরা আমাদের ভালোবাসে এবং সমর্থন করে। এগুলি কেনা বা প্রতিস্থাপন করা যায় না। আমাদের প্রত্যেকের জীবনে সেই রকম কয়েকজন রয়েছে।” তাছাড়াও মালাইকা’কে আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন ইনস্টা স্টোরিতে। সেখানে তিনি লেখা, “যদি কেউ বলে যে আপনি এটি করতে পারবেন না, তবে আপনার সেটা নিয়ে দু’বার ভাবা উচিত এবং করাও উচত। আর সেই কাজের ছবিও সকলের সামনে তুলে ধরতে হবে।” তাদের দুজনের বয়সের ফারাক ১২ বছর হলেও, দুজনের অনুরাগীরা চাইছেন যাতে তাঁরা সবটা নিজেদের মধ্যে মিটিয়ে নেন।