দেশ

ছত্তিশগড়কে ঢেলে সাজানোর বার্তা, নির্বাচনের মুখে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

পরিকাঠামো উন্নয়নসহ শিল্পকেন্দ্রীয় বিনিয়োগ যাতে বাড়ে তারও পদক্ষেপ করা হয়েছে

The Truth of Bengal: ২০১৪ সালে আগে ছত্তিশগড়ে যা উন্নয়ন হয়েছে, গত ৯ বছরে তার থেকে ২০গুন বেশি উন্নয়ন হয়েছে। ছত্তিশগড়ের জগদলপুরে নির্বাচনী জনসভায় এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও জানান, এনএমডিসি স্টিল প্লান্টসহ বিভিন্ন প্রকল্পে ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্র।

২০২৪ সালে দেশের সাধারণ নির্বাচনতো রয়েইছে। সেই সঙ্গে রয়েছে পাঁচ রাজ্যের নির্বাচন। উত্তরাখণ্ড ও কর্ণাটক হাতছাড়া হাওয়ার পর পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে বেশ কিছুটা চাপেই রয়েছে বিজেপি নেতৃত্ব। এই পাঁচ রাজ্যের মধ্যে রয়েছে, ছত্তিশগড়ও। মঙ্গলবার নির্বাচনী জনসভায় জানালেন, গত নয় বছরের ছত্তিশগড়ের জন্য বেশ কিছু প্রকল্পের সূচনা করা হয়েছে। পরিকাঠামো উন্নয়নসহ শিল্পকেন্দ্রীয় বিনিয়োগ যাতে বাড়ে তারও পদক্ষেপ করা হয়েছে। ২০১৪ সালের আগে এই রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তার থেকে ২০গুন বেশি বিকাশ হয়েছে এই সমস্ত এলাকায়।

প্রসঙ্গত, মঙ্গলবারই, ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকা বস্তার রাজবাড়ির দন্তেশ্বরী মন্দিরে পুজো দেন। এবং বস্তার জেলার জগদলপুর নির্বাচনী সভা করেন। বস্তার, দন্তেওয়াড়ার পাশেই রয়েছে সুকমা ও কাঁকেড় জেলা। বিধানসভা হোক বা লোকসভা নির্বাচন, তার আগেই বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের অবস্থান জানান দেয় মাওবাদীরা। সেই বস্তারেই তৈরি হচ্ছে  এনএমডিসি-র স্টিল প্লান্ট। যেখানে ৫০ হাজার যুবক যুবতীর প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এদিন প্রধানমন্ত্রী তাদোকি থেকে রায়পুরের একটি ডেমু প্যাসেঞ্জার ট্রেনেরও ভর্চুয়ালি উদ্বোধন করেন।

Related Articles