বুধবারের ঘটনার রেশ! রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক ও’ব্রায়েন
Derek O’Brien Suspended from Rajya Sabha

The Truth of Bengal: বুধবার সংসদে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল রাজ্যসভা। নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধী দলগুলির প্রশ্নের মুখে মোদি সরকার। অনান্য সাংসদের পাশাপাশি তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রের গাফিলতির প্রশ্ন তোলেন। আর সেই কারণে বৃহস্পতিবার রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তাঁকে।
সূত্রের খবর, রাজ্যসভার অধিবেশনের শুরুতেই বুধবারের ঘটনা নিয়ে আলোচনার দাবি জানান ডেরেক। কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সেই দাবি মেনে নেননি। তিনি ডেরেককে কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। ডেরেক সেই নির্দেশ মানতে রাজি না হওয়ায়, তাঁকে আচরণের কারণ দেখিয়ে সাসপেন্ড করা হয়। অধিবেশনের বাকি সমগ্র দিনগুলির জন্যই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
বুধবারের ঘটনার পর থেকেই সংসদ উত্তাল। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বুধবারেই ঘটনা প্রসঙ্গে সংসদ কক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দাবি করেছিলেন। অন্যদিকে এই ঘটনায় ফের মহুয়া মৈত্রের বহিষ্কারের রেশ টেনে এনে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগে যদি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বরখাস্ত করা হতে পারে তবে বুধবার লোকসভার ভেতরে এই ঘটনার জন্য কেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিংহকে বরখাস্ত করা হবে না।
Free Access