দেশ

দেওর বৌদির সম্পর্ক, ভাইয়ের হাতে খুন দাদা

Deo's daughter-in-law relationship

The Truth Of Bengal : ছোটবেলা থেকেই দুই ভাইয়ের মধ্যে ছিল অত্যন্ত মধুর সম্পর্ক। প্রতিবেশীরাও খুব প্রশংসা করতো দুই ভাইয়ের ভালোবাসা দেখে। কিন্তু হঠাৎ করে এমন ঘটনা ঘটবে তাকে জানতো? এখন সবার মনে প্রশ্ন আসবে, কি এমন ঘটেছে?

এবার একটু বিস্তারিত জানা যাক। কর্নাটকের গুণ্ডুলুপেটের চৌদহল্লি গ্রামের দুই ভাই ছোটবেলা থেকে একসাথে মিলেমিশে থাকতো। কিন্তু বড় ভাইয়ে বিয়ের পর প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় পরিবারের ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের স্ত্রীর রয়েছে অবৈধ সম্পর্ক। আর এই সম্পর্কের কথা সামনে আসতেই দুই ভাইয়ের মধ্যে শুরু হয় তুমুল বচসা। আর এ বচসা পরবর্তীকালে আরো জোরালো হয়। তার জেরে ছোট ভাই বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। এরপর এই ঘটনার কথা পারা-প্রতিবেশীরা জানতে পেরে পুলিশে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তারা এসে প্রথমে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে অভিযুক্ত ছোট ভাইকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশি হেফাজতে নিয়েছে পুলিশ। বলেছে প্রাথমিক তদন্তে জানা যায় অবৈধ সম্পর্কের বেড়েই দুই ভাই এর মধ্যে বিবাদের সৃষ্টি হয়। আর এই বিবাদ একটা সময় চরণে উঠে এক ভাই অপর ভাইকে হত্যা করে।

পুলিশি তদন্তে জানা যায়, মৃত বড় ভাইয়ের নাম আন্না কুমার। বয়স ৪৫। আর ছোট ভাইয়ের বয়স ৩৯। দীর্ঘদিন থেকেই বৌদির সঙ্গে ভাইয়ের অবৈধ সম্পর্ক। ঘটনার দিন রাতে তাদের দুজনের মধ্যকার সম্পর্ক নিয়ে বড় ভাই তার স্ত্রীকে নানান প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেছিলেন। আর তা থেকেই শুরু হয় ঝগড়া। যা পরবর্তীকালে খুন পর্যন্ত গড়ায়। এই সম্পূর্ণ ঘটনায় শোকাহত এলাকাবাসি।

Related Articles