ভারত সফরে ডেনিস ফ্রান্সিস! এস জয়শঙ্করের সঙ্গে বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা…
Dennis Francis on the tour of India! Possibility of discussion on multilateral issues with S Jaishankar.

The Truth Of Bengal : পাঁচ দিনের ভারত সফরে আসছেন রাষ্ট্রসংঘের সাধারণ সভার বর্তমান প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। মন্ত্রক সূত্রে খবর, বহুপাক্ষিক আলোচনায় রাষ্ট্রসংঘের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে।
পাঁচ দিনের ভারত সফরে আসছেন রাষ্ট্রসংঘের সাধারণ সভার বর্তমান প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কেরের আমন্ত্রণের ভারতে আসছেন ডেনিস। ডেনিসের এই ভারত সফরে বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। রাষ্ট্রসংঘের সংস্কার, নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ প্রভৃতি বিষয়ে তিনি এদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করবেন৷ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের সঙ্গে ভারতের সম্পর্ক এই সফরের ফলে আরও সুদৃঢ় হবে৷ তবে ডেনিস ভারত সফরে জয়পুর ও মুম্বইয়ে যাবেন। পাশাপাশি তিনি মুম্বাইয়ে ২৬/১১ স্মারকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন৷ এছাড়াও ২৬শে জানুয়ারি অর্থ্যাৎ প্রজাতন্ত্র দিবসের দিন ফ্রান্সিস মহারাষ্ট্র সরকারের অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও, সাধারণ সভার প্রেসিডেন্ট ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে ভাষণ দেবেন তিনি৷
Free Access