দেশ

আগামী বছর থেকেই মিলবে ডেঙ্গুর ভ্যাকসিন। বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের: সূত্র

Dengue vaccine will be available from next year. Message from Union Health Ministry: Source

The Truth Of Bengal: মশা বাহিত রোগের জন্য ভ্যাকসিনের ক্লিনচার্ট ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে সম্পূর্ণ হয়েছে। সূত্রের খবর , স্বাস্থ্য মন্ত্রকে দফতর থেকে আগামী বছরের মধ্যেই দেশে ডেঙ্গুর ভ্যাকসিন চালু করা হবে। দেশের বেশ কয়েকটি রাজ্যে দিনকে দিন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। এই ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায় দক্ষিণ ও পশ্চিম রাজ্য থেকে এর রিপোর্ট করা হয়েছে।

উল্লেখ্য এই ডেঙ্গুর প্রকোপ বেশি ধরা দিয়েছে, তামিলনাড়ু, কেরালা ও মহারাষ্ট্রে। এখন ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুহারের সংখ্যা প্রায় ৩% থেকে ০.০১ % নেমে এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে নিশ্চিন্ত করা হয়েছে যে সারাদেশে এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩২০৯১ জন। যা আগের বছরের থেকে এই সময় তুলনায় অনেকটাই বেশি। এছাড়া, মন্ত্রক সম্পত্তি রাজ্যগুলোর সাথে একটু পর্যালোচনা সভা করেছে। এবং ডেঙ্গুর মামলার সহ আরো নটি রাজ্যকে সতর্ক থাকতে বলেছে। ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিট কন্ট্রোল অনুসারে চলতি বছরে ডেঙ্গুর কারণে এখনো পর্যন্ত সারা দেশে মোট ৩২ জনে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কেরালায়, সেখানে মোট ২২ জন মারা গিয়েছে। যার মধ্যে কর্নাটকের মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে তামিলনাড়ুতে দুজনের ও গুজরাট উত্তর প্রদেশে ও মহারাষ্ট্রে একজনের করে মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, ডেঙ্গু হলো একটি মশা বাহিত রোগ যা সাধারণত গীষ্মমন্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলে বেশি দেখা যায়।। ডেঙ্গুর মূল লক্ষণ থাকে উচ্চ জ্বর, মাথাব্যথা, বমি, পিসি ও জয়েন্টে ব্যথা তার সাথে সাথে ত্বকে চুলকুনি ও ফুসকুড়ি দেখা যায়।

Related Articles