ব্যবসার জন্যে টাকার দাবি যৌতুক নয়: এলাহাবাদ হাইকোর্ট
Demand money for business will not be a dowry offence: Supreme Court

The Truth of Bengal: সম্প্রতি একটি মামলায় এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে, ব্যবসার উদ্দেশে শ্বশুরবাড়ির পরিবার যদি কোনও রকম টাকা চায় তাহলে তা যৌতুক নয়। হাইকোর্টে এক মহিলা তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির পরিবার বাবা-মায়ের থেকে ২ লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করছেন বলে মামলা করেন। কারণ তাঁর স্বামী একটি নতুন ব্যবসা শুরু করতে চায়।
এই রকম ভাবে টাকা নিয়ে আসার অনুরোধ ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ এবং পণ প্রতিরোধ আইনের ৩/৪ ধারায় যৌতুক নয়, মামলায় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অনিশ কুমার গুপ্তার বেঞ্চ এমনটাই জানায়। বিচারপতি বলেন, “এফআইআরে যেমন অভিযোগ করা হয়েছে ব্যবসার প্রয়োজনে মহিলার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা টাকার দাবি করেছেন, যা পণের আওতায় পড়ে না”।
🤡🤡our courts indirectly supporting #dowry https://t.co/qEFB0ZKdgf
— Parallel Planes (@Hope42019) July 27, 2024
জানা গিয়েছে, মামলাকারী মহিলা ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ঠিক ৫ বছর পরে স্বামী, শ্বশুর, শাশুড়ি-সহ শ্বশুরবাড়ির মোট ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মহিলা। বিয়ের সময়ে মহিলার পরিবার সোনাদানা সমেত প্রায় ৮ লক্ষ টাকা খরচ করেছিলেন, তারপরেও টাকার জন্য মহিলার শ্বশুরবাড়ির সদস্যরা নির্যাতন করতেন এবং আরও টাকার দাবি করতেন এফআইআরে এমনটাই অভিযোগ করেছিলেন মহিলা। তাঁর আরও অভিযোগ ছিল, শ্বশুরবাড়ির এর নির্যাতনের জন্যই একবার তাঁর গর্ভপাতও হয়।
এদিন সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্টের বিচারপতি জানান, যদি ব্যবসার উদ্দেশে শ্বশুরবাড়ির পরিবার কোনও রকম টাকা চায় তা হলে তা যৌতুক নয়।