দেশ

দূষণ পরিস্থিতির সামান্য উন্নতি! খুলছে স্কুল

Delhi Pollution

The Truth of Bengal: দূষণ পরিস্থিতির সামান্য উন্নতি। এর জেরে শনিবার থেকেই ধীরে ধীরে বিধিনিষেধ তুলতে শুরু করেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। এদিন নির্দেশিকা দিয়ে ঘোষণা করা হল, সোমবার থেকে সরকারি, বেসরকারি সমস্ত স্কুল খুলছে রাজধানীতে।

ভয়াবহ দূষণ পরিস্থিতিতে ৮ নভেম্বর দিল্লির সরকার স্কুলগুলিতে আগেভাগেই শীতকালীন ছুটি ঘোষণা করে। ৯ থেকে ১৮ নভেম্বর দিল্লির সমস্ত স্কুল বন্ধের ঘোষণা করা হয়। এবার ছটপুজোর পরেরদিনই ফের খুলছে স্কুল। দিল্লিতে এবার ডিজেলচালিত ট্রাকও প্রবেশ করতে পারবে।

বাতাসের একিউআই সামান্য কমলেও, এখনও বহু ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেয়নি সরকার। শুক্রবার দিল্লির বাতাসের একিউআই ছিল ৪০৫। শনিবার বিকেল ৪টের সময় তা কমে হয় ৩১৭। স্কুল খুললেও জারি থাকছে তৃতীয় পর্যায় পর্যন্ত নিষেধাজ্ঞা। আরও এক সপ্তাহ বাইরে খেলাধুলো ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে।

Free Access

 

Related Articles